Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউরোপজুড়ে হামলা বাড়াতে পারে আইএস : ইউরোপোল

দক্ষিণ-পূর্ব এশিয়াতেও হামলার ঝুঁকি বৃদ্ধির আশংকা

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইউরোপীয় পুলিশ সংস্থা ইউরোপোল সতর্ক করে বলেছে যে, ইসলামিক স্টেট (আইএস) এখন  ইউরোপজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা বাড়িয়ে দিতে পারে। আশঙ্কা প্রকাশ করে সংস্থাটি বলছে, মধ্যপ্রাচ্য থেকে এখন অনেক আইএস জিহাদিই ইউরোপে ফিরে যাওয়ার চেষ্টা করবে। হামলা চালাতে সক্ষম কয়েক ডজন জঙ্গি হয়তো এরই মধ্যে ইউরোপে ঢুকে পড়েছে। এরা হয়ত গাড়ি বোমা হামলা, অপহরণ এবং গুলি চালানো, ছুরি হামলা কিংবা চাঁদাবাজির মতো কাজে লিপ্ত হতে পারে। তবে পরমাণু কেন্দ্র কিংবা বিদ্যুৎ গ্রিডের মতো সুরক্ষিত ও গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে হামলার আশংকা নাকচ করেছে ইউরোপোল। ইউরোপীয় ইউনিয়নের প্রায় সব দেশই সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশনের অভিযানকে সমর্থন করার কারণে গোটা ইইউ আইএসের হামলার হুমকির মুখে আছে বলে ইউরোপোল জানিয়েছে। সতর্ক করে দিয়ে সংস্থাটি বলেছে, ইউরোপে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থীদের ভেতরে ঢুকে পড়ে আইএস জঙ্গিরা অভিবাসীদের মধ্যে বৈরি মনোভাব উস্কে দেওয়ার চেষ্টা নিতে পারে। ইইউ এর অনেক দেশই অভিবাসী সংকট সামলাতে হিমশিম খাচ্ছে। এক বিবৃতিতে ইউরোপোল বলেছে, ইরাক ও সিরিয়ায় কোয়ালিশন বাহিনীর অভিযানে আইএস পরাজিত হলে বা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়লে বিদেশি আইএস যোদ্ধারা এবং তাদের পরিবারের সদস্যদের ওই অঞ্চল থেকে ইইউ দেশগুলোতে কিংবা গোলযোগপূর্ণ অন্যান্য জায়গাগুলোতে ফেরার হার বেড়ে যেতে পারে। আইএস জঙ্গিরা এখন ফ্রান্সের নিস শহরে লরি চালকের চালানো হামলার মত একক জঙ্গি হামলা চালানোর পদক্ষেপ নিতে পারে। তাছাড়া, এ জঙ্গি গোষ্ঠীটি এখন লিবিয়া এবং আল কায়েদার মত অন্যান্য দল থেকে জঙ্গি  ইউরোপে পাঠানো এবং তাদেরকে দিয়ে হামলা চালানোর পরিকল্পনা করা শুরু করতে পারে। এটিও ইউরোপের জন্য একটি বড় হুমকি। ইউরোপোলের পরিচালক রব ওয়াইনরাইট বলেছেন, ইইউ রাষ্ট্রগুলো গত কয়েকবছরে আইএসের হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা সহযোগিতা বাড়িয়েছে। তারপরও ইউরোপোলের আজকের এই হুঁশিয়ারির প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে, ইউরোপজুড়ে জঙ্গি হামলার হুমকি এখনও অনেক বেশি। অপর এক খবরে বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইসলামিক স্টেট (আইএস) সমর্থকদের কাছ থেকে চরমপন্থি সহিংসতার ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন সিঙ্গাপুরের স্বরাষ্ট্রমন্ত্রী কে সানমুগাম। মধ্যপ্রাচ্যে পরাজয়ের মুখে থাকার কারণে আইএস হামলা চালানোর জন্য নতুন ক্ষেত্র খুঁজতে থাকায় এ ঝুঁকি সৃষ্টি হয়েছে বলে গত শুক্রবার জানান তিনি। খবরে বলা হয়, ইরাক এবং সিরিয়ায় দ্রুতই বহু এলাকার নিয়ন্ত্রণ হারাচ্ছে আইএস। আর এর কারণেই জিহাদি গোষ্ঠীটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রতিশোধ হামলা চালাতে উদ্যত হতে পারে। এশিয়ার এ অঞ্চলটির কিছু কিছু জায়গায় আইএস-এর সমর্থনও আছে। এনডিটিভি রয়টার্স, ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ