Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যারিজোনায় বন্দুক হামলায় পুলিশসহ ৪ জন নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২২, ৯:৩৩ পিএম | আপডেট : ৯:৪৮ পিএম, ২৭ আগস্ট, ২০২২

গত ২৫ অগাস্ট যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের পিমা কাউন্টির ডাউনটাউন টাকসনের একটি বাসভবনে এক ব্যক্তির গুলিতে একজন নারী পুলিশ কর্মকর্তাসহ ৩ ব্যক্তি নিহত হন। পরে বন্দুকধারী নিজেও আত্মহত্যা করে। মার্কিন সংবাদমাধ্যমগুলো এ খবর দিয়েছে।

খবর অনুসারে ২৫ অগাস্ট স্থানীয় সময় দুপুরে, পিমা জেলার একজন নারী পুলিশ কর্মকর্তা সংশ্লিষ্ট ভবনের ব্যবস্থাপককে সাথে নিয়ে জনৈক বাসিন্দাকে বাড়ি ছাড়ার আদালতের নোটিশ দিতে যান। তখন ওই ব্যক্তি পুলিশ কর্মকর্তা ও ব্যবস্থাপককে গুলি করে হত্যা করে। এরপর সে একজন প্রতিবেশীকেও গুলি করে হত্যা করে এবং শেষ পর্যন্ত সে নিজে আত্মহত্যা করে।

তদন্তকারীরা এখনও জানেন না কেন ওই পুলিশ কর্মকর্তা অ্যাপার্টমেন্টে প্রবেশ করেছিলেন বা স্ট্যানসেল নোটিশ প্রত্যাখ্যান করার চেষ্টা করেছিলেন কিনা।

কাউন্টির পুলিশ চীফ গ্র্যাডিলাস বলেন, হামলার কোনো প্রত্যক্ষদর্শী ছিল না। তিনি ঘটনার ভিডিও নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, তিনি মনে করেন না ওই পুলিশ কর্মকর্তা ক্যামেরা পরা ছিল। সূত্র: এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ