Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্ক, ফিনল্যান্ড ও সুইডেনের প্রথম যৌথ সভা অনুষ্ঠিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২২, ৯:২৭ পিএম

তুরস্ক, ফিনল্যান্ড ও সুইডেনের নিয়মিত যৌথ যোগাযোগব্যবস্থার প্রথম সভা গতকাল (শুক্রবার) ফিনল্যান্ডের ভান্তায় অনুষ্ঠিত হয়। তিনটি দেশের সংশ্লিষ্ট আলোচকরা এতে অংশ নেন।

তারা তিন দেশের মধ্যে গত জুন মাসে স্বাক্ষরিত সমঝোতাস্মারক বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন। আলোচনায় তাঁরা চলতি বছরের শরত্কালে তিন দেশের স্থায়ী যৌথ যোগাযোগব্যবস্থার বিশেষজ্ঞ পর্যায়ের সভা আয়োজনের ব্যাপারেও একমত হন।

উল্লেখ্য, গত জুনে স্পেনের রাজধানী মাদ্রিদে আয়োজিত ন্যাটো শীর্ষ সম্মেলনের অবকাশে তুরস্ক, ফিনল্যান্ড ও সুইডেনের মধ্যে স্বাক্ষরিত হয় একটি সমঝোতাস্মারক। এই সমঝোতাস্মারক অনুসারে, তুরস্ক শর্তসাপেক্ষে ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদান সমর্থন করবে।

এ ছাড়া, সমঝোতাস্মারকে তিন দেশের মধ্যে নিয়মিত যৌথ যোগাযোগব্যবস্থা গড়ে তোলা, সমঝোতাস্মারক বাস্তবায়ন, ও যৌথ নিরাপত্তা সহযোগিতা চালানোর মতো বিষয়গুলোও উল্লেখ করা হয়েছে। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ