Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুতার্তেকে হোয়াইট হাউসে আমন্ত্রণ

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে ক্ষমতা গ্রহণের পর ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তেকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। গত শুক্রবার দুতার্তের এক ঘনিষ্ঠ সহযোগী ক্রিস্টোফার গো সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুই নেতার মধ্যে খুবই আন্তরিক ও প্রাণবন্ত আলোচনা হয়েছে। ফোনে তাদের মধ্যকার কথোপকথন ছিল সাত মিনিটের। সেখানে দুতার্তেকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান ট্রাম্প। অপরদিকে, দুতার্তে ট্রাম্পকে আগামী বছর আসিয়ান সম্মেলনে ফিনিপাইনে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন বলেও ক্রিস্টোফার গো জানান। ট্রাম্প শিবির থেকেও ওই কথোপকথনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, ট্রাম্প-দুতার্তের মধ্যকার কথোপকথনে দীর্ঘদিন ধরে চলে আসা দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের কথা স্মরণ করা হয়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ