Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদি শূরায় বড় ধরনের রদবদল

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সউদি মজলিস-এ-শূরায় বড় ধরনের রদবদল হচ্ছে। দুই পবিত্র মসজিদের প্রধান বাদশাহ সালমান দেশটির মজলিস-এ-শূরার সদস্য এবং শ্রমমন্ত্রীর পদ পরিবর্তন করেছেন। একটি রাজকীয় ফরমান জারি করে মজলিস-এ-শূরার নতুন সদস্যদের নাম ঘোষণা করেন। বাদশাহ সালমান শ্রমমন্ত্রী মুফরেজ আল হাকাবানির স্থলে আলি বিন নাসের আল গাফিসকে নিযুক্ত করেছেন। গ্র্যান্ড মুফতি শেইখ আবদুল আজিজ আল আসেইখের অধীনে শূরা পুনরায় সাজানো হবে। ফরমান অনুযায়ী, শূরার মহাসচিব মোহাম্মদ আল আমরকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। নতুন কাউন্সিলের স্পিকার হিসেবে আবদুল্লাহ বিন মোহাম্মদ আল শেইখ, ডেপুটি স্পিকার হিসেবে মোহাম্মদ বিন আমিন আহমদ আল জাফরি ডেপুটি স্পিকার এবং সহকারি স্পিকার ইয়াহিয়া বিন আবদুল্লাহ আল সামঘানকে নিযুক্ত করা হয়েছে। নতুন শূরায় ২৯ জন নারীকে নিয়োগ দেয়া হয়েছে। এদের মধ্যে জেদ্দার জনপ্রিয় নারী ব্যক্তিত্ব লিনা কে. আলমাইনাও রয়েছেন। আরব নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ