Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

দ.কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক :  দক্ষিণ কোরিয়ার বিরোধী দলগুলো গতকাল শনিবার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইয়ের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ নিয়েছে। এদিকে আয়োজকরা জানান, সাপ্তাহিক নতুন বিক্ষোভে লাখ লাখ লোক অংশ নিবে বলে ধারণা করা হচ্ছে। আইনপ্রনেতারা জানান, প্রেসিডেন্টের বিরুদ্ধে বিরোধী দলগুলোর অভিশংসন বিষয়ে আগামী শুক্রবার জাতীয় সংসদে ভোটভুটি হবে। দেশটির তিনশ’ আসন বিশিষ্ট পরিষদের ১৭১ জন আইনপ্রনেতা এ পদক্ষেপের প্রতি সমর্থন দেন। সংসদের অধিকাংশ আসন যৌথ বিরোধী কমান্ডের হাতে থাকলেও প্রেসিডেন্টের অভিশংসনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে পার্কের সায়েনুর দলের প্রায় ৩০ জন সদস্যের সমর্থন প্রয়োজন হবে। দক্ষিণ কোরিয়ার প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতা উ সাং-হোর বরাত দিয়ে বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, ক্ষমতাসীন দলের সহযোগিতার অভাবে অভিশংসন বিল পাস করাতে ব্যর্থ হলে এ সংক্রান্ত যাবতীয় দায়-দায়িত্ব তাদেরকেই বহন করতে হবে। ইয়োনহাপ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ