গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ভিক্ষুকদের পুনর্বাসন এবং গরীব ক্যান্সার রোগীদের চিকিৎসা সহায়তার জন্য আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের সাথে আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হসপিটাল (এএমসিজিএইচ) এবং ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি)-এর আর্থিক সহায়তা বিষয়ক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।
শনিবার (২৭ আগস্ট) রাজধানীর ধানমন্ডিস্থ ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ৮০ জন নির্বাচিত ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে ডিএফইডিকে ২০ লক্ষ্য এবং দুঃস্থ অসহায় গরীব ক্যান্সার রোগীদের চিকিৎসার্থে আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হসপিটালকে ২০ লক্ষ্য টাকা প্রদান করবে আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরাম।
চুক্তিতে আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের পক্ষে স্বাক্ষর করেন সাপোর্ট ফোরামের সহ-সভাপতি ও ঢাকা আহ্ছানিয়া মিশনের ইকোনোমিক এফেয়ার্স বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ লকিয়তউল্লাহ, ডিএফইডির পক্ষে প্রতিষ্ঠানটির সিইও মো. আসাদুজ্জামান এবং আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হসপিটালের পক্ষে হসপিটালের এডমিন এন্ড ফাইন্যান্স ডাইরেক্টর মো. ইফতেখারুল ইসলাম।
মোহাম্মদ লকিয়তউল্লাহ বলেন, ঢাকা আহ্ছানিয়া মিশন একটি ব্যাপক কাঠামো। সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের আর্থিক সহযোগিতায় গড়ে উঠেছে ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিষ্ঠান আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরাম। এই ফোরামের সহযোগিতায় আজ সমাজের ভিক্ষুক পুনর্বাসনের মতো মহৎ কাজ করতে পারছি। দুঃস্থ গরীব ক্যান্সার রোগীদের চিকিৎসায় এগিয়ে আসতে পারছি।
তিনি আরও বলেন, সমাজের আরো বিত্তবান ও সামর্থশীল মানুষ যদি এই ফোরামের সদস্য হন, তাদের সহযাগিতায় ফোরামটি এগিয়ে যাবে এবং এমন আরো অনেক ভাল কাজ, ভাল উদ্যোগে অংশীদার হতে পারব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আহ্ছানিয়া মিশনের সাপার্ট ফোরামের সভাপতি ও ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম, মিশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এ. এফ. এম. গোলাম শরফুদ্দিন এবং আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হসপিটাল, হজ¦ ফাইন্যান্স কোম্পানীসহ মিশনের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।