Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনগণ আর তামাশার নির্বাচন বাস্তবায়ন করতে দেবে না

জমিয়তে উলামায়ে ইসলাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২২, ৬:২৮ পিএম

দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারণে সাধারণ মানুষ আজ দিশেহারা। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম দিন দিন কমছে। আর আমাদের দেশে জ্বালানি তেলের দাম বাড়ছে। তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সবকিছুর দাম দিন দিন লাগামহীনভাবে বাড়ছে। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার চরমভাবে ব্যর্থ। অবিলম্বে জ্বালানি তেলের দাম কমাতে হবে এবং দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতি নিয়ন্ত্রণে আনতে হবে। আজ শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগরী আয়োজিত কাউন্সিল অধিবেশনে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর আহ্বায়ক মুফতি জাকির হোসাইন খান ও সদস্য সচিব মুফতি আতাউর রহমান খানের পরিচালনায় কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরী। এতে আরো বক্তব্য রাখেন, জমিয়তের উলামায়ে ইসলামের মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরাম, সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা মুফতি শেখ মুজিবুর রহমান, সহ-সভাপতি মাওলানা শহিদুল ইসলাম আনসারী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আব্দুল হক কাওসারী, মাওলানা আহসান হাবিব, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মাওলানা রশীদ বিন ওয়াক্কাস, হাফেজ রশিদ আহমদ, মাওলানা আতাউর রহমান আতিকী, মাওলানা আবু বকর সরকার, মাওলানা মাহমুদুল হাসান জিহাদী, মুফতি আবু সাঈদ, মুফতি কামরুজ্জামান কাসেমী, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি নিজাম উদ্দিন আল আদনান, সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ ও আরাফার আল মিসবাহ।

নেতৃবৃন্দ আরো বলেন, আগামী নির্বাচন সকল দলের অংশগ্রহণের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন হবে জাতি এই প্রত্যাশা করছে। কিন্তু নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তায়নের জন্য ইভিএম এর মাধ্যমে তামাশার নির্বাচন করার পাঁয়তারা করছে। এদেশে জনগণ আর তামাশা ও রাতের বেলার ভোট ডাকাতির নির্বাচন বাস্তবায়ন করতে দেবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ