গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
সরকারকে জনগণ লাল কার্ড দেখিয়ে দেশ থেকে বের করে দেবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শনিবার (২৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রায় তিনি এ মন্তব্য করেন।
সাইফুল হক বলেন, সরকার বাংলাদেশকে মগের মুল্লুক রাষ্ট্রে পরিণত করেছে। এখন নতুন নতুন নাটক তৈরি করে যাচ্ছে এ সরকার। ওবায়দুল কাদের বলেছেন, ‘খেলা হবে’। এখন খেলা হচ্ছে। বিএনপি ও বিরোধী দল থেকে শুরু করে সব দলের মিছিল মিটিংয়ে হামলা করা হচ্ছে। আপনারা যে খেলা খেলছেন, এভাবে সেই খেলা চালিয়ে যেতে চাইলে সরকারকে জনগণ লাল কার্ড দিয়ে এ দেশ থেকে বের করে দেবে।
তিনি বলেন, বাংলাদেশ কোনো সময় এমন বিপদের মধ্যে পড়েনি। সরকার গত দেড় বছর ধরে বাংলাদেশেকে একটি লুটের রাষ্ট্রে পরিণত করছে। আর এ লুটের সম্পদ বিদেশে পাচার করছে। বর্তমান সরকার এখন মেয়াদোত্তীর্ণ সরকার। মেয়াদোত্তীর্ণ এ সরকার মানুষের জন্য ক্ষতিকর হিসেবে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, আজ বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হামলা করা হচ্ছে। এই হচ্ছে আপনাদের খেলার নমুনা। একজন রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন, সরকার ভয়ংকর খেলা খেলছে। ইভিএমে জাতীয় ভোট হতে পারে না। ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে না জিততে পারলে নির্বাচনে জেতা যাবে না। তাই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এ সরকারকে বিদায় করে দিতে হবে।
গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশের শ্রমিকদের ন্যূনতম মজুরি হওয়া উচিত ২০ হাজার টাকা। বাংলাদেশের শ্রমিকরা বেশি মজুরি দাবি করেননি। মাত্র ৩০০ টাকা দাবি করেছেন। এ সরকার কত নিষ্ঠুর, হাজার হাজার শ্রমিককে না খাইয়ে রেখেছে। বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, নুরুল হক নুর সহ গণতন্ত্র মঞ্চের নেতারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।