Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলাম অবমাননার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে জানান

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে তেলেঙ্গানা হাইকোর্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

ইসলাম ধর্ম এবং এর অনুসারীদের অবমাননা করা টুইটার সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা নথিভুক্তির ব্যবস্থা গ্রহণে পূর্ববর্তী হাইকোর্টের আদেশ মানা ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ পেশ করতে শুক্রবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছে তেলেঙ্গানা হাইকোর্ট।
একজন ইসলাম অনুসারীর আইনজীবী খাজা আইজাজউদ্দিনের দায়ের করা অবমাননার মামলার শুনানিকালে প্রধান বিচারপতি উজ্জল ভূঁইয়া এবং বিচারপতি বি বিজয়সেন রেড্ডির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ ভারত সরকারের কাছে একটি জবাব চেয়েছিল যার ওপর ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল টি সূর্য করণ রেড্ডি আদালতকে মঞ্জুর করার আবেদন করেছিলেন। আদালতের আদেশ সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের পদক্ষেপ সম্পর্কে তাকে আদালতকে জানাতে তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
আদালত ভারত সরকারকে তিন সপ্তাহের মধ্যে এ বিষয়ে একটি পাল্টা হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছে এবং এ বছরের ২১ অক্টোবর এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য পোস্ট করেছে।
খাজা আইজাজউদ্দিন এর আগে তেলেঙ্গানা হাইকোর্টে কোভিড লকডাউন চলাকালীন ইসলামফোবিক পোস্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার বিরুদ্ধে একটি পিআইএল দায়ের করেছিলেন। আইনজীবী টুইটার এবং এর ব্যবহারকারীদের বিরুদ্ধে অপরাধমূলক ব্যবস্থা চেয়েছেন যা টুইটারে বিদ্বেষমূলক বার্তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে জড়িত। সূত্র : সিয়াসাত ডেইলি।



 

Show all comments
  • Md Ali Azgor ২৭ আগস্ট, ২০২২, ৮:২৮ এএম says : 0
    ভারতে এটা সম্ভব না। এপর্যন্ততই শেষ।
    Total Reply(0) Reply
  • Antara Afrin ২৭ আগস্ট, ২০২২, ৮:২৮ এএম says : 0
    ইসলাম অবমাননাকারীরা ধ্বংস হোক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ