Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব জ্যোতির্বিদ্যা অলিম্পিয়াডে শীর্ষে ইরানি শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২২, ১১:০২ পিএম

জ্যোতির্বিদ্যা এবং জ্যোতির্পদার্থবিদ্যার উপর ১৫তম আন্তর্জাতিক অলিম্পিয়াডে (আইওএএ) ইরান বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। ১৪ থেকে ২২ আগস্ট জর্জিয়ার কুতাইসিতে আইওএএ ২০২২ অনুষ্ঠিত হয়।

ইরানি দল ৯টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক জিতে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টে প্রথম স্থান অর্জন করে। ৪৫টি দেশের ২৫০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

আন্তর্জাতিক এই অলিম্পিয়াডে মেহেদি ওস্তাদ মোহাম্মদি, সেপেহর সালামাত, মোহাম্মদ মেহেদি আবেদিয়ান, ফরহাদ আজিজি সাতারি, সৈয়দ ইউসেফ মিরওসেফি, সাহান্দ ইসমাঈলজাদেহ, সাহান্দ ইসমাঈল, সাহান্দ মোহাম্মদি আরিয়া ঘনবারি এবং আরসাম মাজদ স্বর্ণপদক এবং আলিরেজা আলেই হারেহ দাশত রৌপ্য পদক জিতেছেন।

আইওএএ ২০২১-এ ইরানের প্রতিনিধি দল ২টি স্বর্ণপদক, ৫টি রৌপ্য পদক, ২টি ব্রোঞ্জ পদক এবং একটি সম্মানসূচক ডিপ্লোমা লাভ করে৷

সূত্র: তেহরান টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ