Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত ম্যাচের আগে পাকিস্তান শিবিরে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২২, ৬:০৮ পিএম | আপডেট : ৬:১৭ পিএম, ২৬ আগস্ট, ২০২২

এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচে পেসার মোহাম্মদ ওয়াসিমকে পাচ্ছে না পাকিস্তান। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

 

 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুবাইয়ে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমি মাঠে অনুশীলন করার সময় পিঠে ব্যাথা অনুভব করেন মোহাম্মদ ওয়াসিম। সেখানেই তার স্ক্যান করানো হয়। এরপরেই জানা যায়, ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না তিনি।

 

মোহাম্মদ ওয়াসিমের আগে চোটের কারণে পাকিস্তান স্কোয়াড থেকে বাদ পড়েছেন শাহীন শাহ আফ্রিদি। খেলতে পারবেন না এশিয়া কাপ। তবুও দলের সাথে আরব আমিরাতে অবস্থান করছেন এই পেসার। সেখানেই চলছে তার পুর্নবাসন প্রক্রিয়া।

 

 

শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম না থাকায় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে অনেকটা দূর্বল বোলিং আক্রমণ নিয়ে খেলতে হবে। পাকিস্তানের এই বোলিং আক্রমণে থাকবেন হারিস রউফ, নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন।

 

মাত্রই বোলিং অ্যাকশন শুধরেছেন মোহাম্মদ হাসনাইন। বোলিং অ্যাকশন পরিবর্তন করলেও কমেনি তার বোলিংয়ের ধার। তাই তার উপর ভরসা করছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।

 

 

এদিকে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের ইনজুরির অবস্থার উন্নতি না হলে বিকল্প খুঁজতে হবে। সেক্ষেত্রে বিকল্প হিসেবে পাকিস্তান দলে ডাক পেতে পারেন হাসান আলি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ