প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড শীর্ষ পাঁচ
১. দোবারা। ২. কার্তিকেয় ২। ৩. লাল সিং চাড্ডা।
৪. রক্ষা বন্ধন। ৫. আটরঙ্গি রে।
দোবারা
‘গ্যাংস অফ ভাসিপুর’ (২০১২) এবং ‘রাঘব রমণ ২.০’ র (২০১৬) জন্য খ্যাত অনুরাগ কাশ্যপ পরিচালিত মিস্ট্রি ড্রামা। স্পেনিশ ‘মিরাজ’ (২০১৮) ফিল্মের রিমেক। ৯০ দশকের কোনও এক সময়। এক ভয়ানক ঝড়ের রাতে ১২ বছরের অনয় (আরিয়ান সাওয়ান্ত) সড়ক দুর্ঘটনায় মারা যায়। এর কিছু আগে সে তার পড়শিকে দেখতে পায় তার স্ত্রীকে হত্যা করে মাটিচাপা দিতে। নার্স অন্তরা (তাপসী পান্নু) আর তার স্বামী অনয়দের সেই বাড়িটি কিনে নিয়েছে। এর ঠিক ছাব্বিশ বছর পর আরেক ঝড়ের রাতে অন্তরা একটি পুরনো টিভির পর্দায় অনয়কে দেখতে পায়, টিভির ভেতরের জগত থেকে অনয়ও অন্তরাকে দেখতে পায়। তাদের মাঝে কথাবার্তা চলতে থাকে হঠাৎ করে বাস্তবতার সব বদলে যায়। সেই টিভির দৃশ্য দেখে অন্তরা অনয়কে বাঁচাবার চেষ্টা করে। এর ফলে সব পারিপার্শ্বিকতাই বদলে যেতে থাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।