বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজী দেশের পরিস্থিতি তুলে ধরে বলেন, দেশে ইসলামী শাসন ব্যবস্থা না থাকার কারণে খুন খারাবী, দুর্নীতি ও মানুষের সম্পদ লুটপাট হচ্ছে। ইসলামী সমাজ ব্যবস্থা চালু থাকলে দেশে শান্তি বিরাজ করবে। বাংলাদেশ নেজামে ইসলাম দেশে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছে। অতীতে খতীবে আজম মাওলানা ছিদ্দিক আহমদ ও মাওলানা আতাহার আলী ২২দফা আন্দোলনের মাধ্যমে ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। মাওলানা আজিজি বৃহস্পতিবার বিকেলে পার্টির
কক্সবাজার কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি দেশের শান্তিপ্রিয় মানুষগুলোকে নেজামে ইসলাম পার্টির সাথে যুক্ত হওয়ার আহবান জানান।
বৃহস্পতিবার বিকেলে শহরের একটি অভিযাত হোটেলে কক্সবাজার ব্যুরো
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির তৃবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে মাওলানা ক্বারী
আব্দুল খালেক নিজামীকে সভাপতি ও মাওলানা আব্দুর রহমান জিহাদীকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য ৩৯ সদস্য বিশিষ্ট কক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টির নতুন কমিটি ঘোষণা করা হয়।
নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলার আমীর মাওলানা হাফেজ ছালামতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল কাদের চৌধুরী।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রহমান জিহাদির সঞ্চালনায় কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, নায়েবে আমীর আবদুর রহমান চৌধুরী, মাওলানা আবদুল খালেক নিজামী, কক্সবাজার জেলার নেয়েবে আমীর মাওলানা আ হ ম নুরুল কবির হিলালী, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ ইলিয়াছ খান, সংগঠন সচিব মাওলানা আবু তাহের খান ও চট্টগ্রাম বিভাগীয় সংগঠন সচিব মাওলানা ইনআমুল হক কুতুবী।ল
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।