Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

মুক্তিযোদ্ধার জামাল প্রতিশোধ

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রধম পর্বে দারুণ লড়াই করে শেখ জামাল ধানম-ি ক্লাবের কাছে ৩-২ গোলে হেরে গিয়েছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ডিফেন্ডার সৈকত ভৌমিকের একমাত্র গোলে গতকাল সেই হারের প্রতিশোধ নিলো আব্দুল কাইয়ুম সেন্টুর দল। গতকাল দ্বিতীয় পর্বে ১-০ গোলের জয় পায় মুক্তিযোদ্ধা। লিগে পঞ্চম হারের স্বাদ পাওয়া শেখ জামাল শিরোপা দৌড় থেকে পিছিয়ে গেলে অনেকটা। ১৮ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে তারা। ১৮ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে মুক্তিযোদ্ধা।
ফেডারেশন কাপ রাগবি শুরু
স্পোর্টস রিপোর্টার : ডায়মন্ড মেলামাইন ফেডারেশন কাপ রাগবির প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আবুল হাসেম। এসময় রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনের খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ৪৩-৫ পয়েন্টে সতীর্থ রাগবি ক্লাবকে ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাব লিমিটেড ৩১-৫ পয়েন্টে সেন্ট গ্রেগরী স্কুল এন্ড কলেজকে হারিয়ে ফাইনালে ওঠে।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ