Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন আঙ্গিকে জাতীয় কাবাডি

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এবার নতুন আঙ্গিকে আয়োজন করা হবে জাতীয় কাবাডি প্রতিযোগিতা। আসরের প্রাথমিক পর্যায়ে বিভাগ ও সার্ভিসেস দলগুলোর মধ্যে লিগ ভিত্তিক খেলা হওয়ার পর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এ পর্বেই নির্ধারণ হবে  চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল। গতকাল বাংলাদেশ কাবাডি ফেডারেশন সূত্রে এ তথ্য জানা যায়। ১২ ডিসেম্বর আট বিভাগের মধ্যে দু’গ্রুপে লিগ পদ্ধতির খেলা শুরু হবে। তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হবে এই লিগ। এতে অংশগ্রহণকারী দলগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট। দু’টি গ্রুপের সেরা চার দল ঢাকায় অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে খেলবে। একই ভাবে ১৫ ডিসেম্বর সাতটি সার্ভিসেস দলকে দু’টি গ্রুপে বিভক্ত করে খেলা হবে। তিন দিনব্যাপী অনুষ্ঠিতব্য লিগে অংশ নেয়া সার্ভিসেস দলগুলো হলো- বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ জেল। বিভাগ ও সার্ভিসেস দলগুলোর লিগের লড়াই শেষে সর্বোচ্চ পয়েন্টধারী চারটি করে দল খেলবে চূড়ান্ত পর্বে। ১৮ ডিসেম্বর শুরু হওয়া এই রাউন্ডেই নির্ধারন হবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ। এবারের জাতীয় কাবাডির পৃষ্ঠপোষকতা করবে বাংলাদেশ এডিবল ওয়েল লিমিটেডের ব্র্যান্ড মিজান। নতুন আঙ্গিকে এ আসর শুরু হওয়া প্রসঙ্গে কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি নিজামউদ্দিন চৌধুরী পারভেজ বলেন, ‘মূলত দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর লক্ষ্যে জাতীয় কাবাডিকে নতুন রুপ দিতে চাচ্ছি আমরা। এতে করে চূড়ান্ত পর্বে যাওয়ার লক্ষ্যে দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। আশাকরি সব দলই তাদের সেরাটা দিয়েই যোগ্যতা প্রমাণ করবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ