Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একসঙ্গে দুই অধিনায়ক!

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ম্যাচোত্তোর সংবাদ সম্মেলনে এক সঙ্গে দুই অধিনায়কের মিডিয়ার মুখোমুখি হওয়ার রেওয়াজ নেই। সেই রেওয়াজ ভেঙ্গে নুতন দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক মাশরাফি এবং খুলনা টাইটান্স অধিনায়ক মাহামুদুল্লাহ। ম্যাচোত্তর সংবাদ সম্মেলনে সবার আগে বিজিত দলের অধিনায়ক মাহামুদুল্লাহ’র হাজির হওয়ার কথা। অথচ, তার সঙ্গে মিডিয়া ম্যানেজার নিয়ে সংবাদ সম্মেলন কক্ষে ঢুকলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক মাশরাফি। এসেই বললেনÑ ‘আজ একসঙ্গে সংবাদ সম্মেলন করব! বিপিএল দেখতে দেখতে আপনারা বিরক্ত হয়ে গেছেন। তাই নতুন কিছু করা!’ দুই দলের মিডিয়া ম্যানেজারও প্রান্ত বদল করলেন কিছুক্ষণের জন্য!  খুলনার মিডিয়া ম্যানেজার পাশে বসলেন কুমিল্লা অধিনায়কের, আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মিডিয়া ম্যানেজার হয়ে গেলেন খুলনা টাইটান্সের! পাশাপাশি বসে মিডিয়ার প্রশ্নের উত্তর দিতে হলো মাশরাফি, মাহামুদুল্লাহকে। তিনটি ছক্কার ২টি মাশরাফি মেরেছেন মাহামুদুল্লাহকে এবং তা নাকি বলে-কয়ে। হাসতে হাসতে  তা বলেছেন মাশরাফিÑ ‘ও (রিয়াদ) আমাকে যতটুকু বলেছে ততটুকুই মেরেছি। বল হাতে নেওয়ার সময় ও বলল, ভাই, দুইটার বেশি মাইরেন না। এই জন্য দুইটা মেরে দেখিয়েছি!’ মাশরাফির কথা শেষ হওয়ার পরপরই একগাল হাসি দিয়ে  মাহমুদউল্লাহ’র উত্তরÑ ‘অনুশীলনে মাশরাফি ভাই আমাকে সব সময়ই ভালো মারেন। আজ (গতকাল) চেষ্টা করেছি ওয়াইড ইয়র্কার দিতে। কিন্তু পারিনি। তারপরও উনি ভালো সামর্থ্য দেখিয়ে ছক্কা মেরেছেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ