Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় যাত্রা শুরু করল ফিটনেস সেন্টার এফ৪৫

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২২, ৭:৫৯ পিএম

দেশে যাত্রা শুরু করেছে বিশ্বখ্যাত ফিটনেস সেন্টার এফ৪৫। রাজধানীর বনানীতে গত ২১ আগস্ট শুরু হয়েছে ফিটনেস সেবাদানকারী সর্বাধুনিক এই প্রতিষ্ঠানের কাজ। পশ্চিমা বিশ্বে জনপ্রিয় এফ৪৫ প্রতিষ্ঠিত হয় অস্ট্রেলিয়া। যার সদর দপ্তর এখন মার্কিন যুক্তরাষ্ট্রে। বাংলাদেশে এফ৪৫ এর ফ্র্যাঞ্চাইজি নিয়ে এসেছে অলটারনেট ফিটনেস লিমিটেড। যৌথভাবে এর মালিকানায় আছেন অ্যাজাইল মাইন্ডস গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মিশেল করিম এবং যুক্তরাজ্যে বাস করা প্রবাসী বাংলাদেশি আদনান ইমাম।

রাজধানীর বনানী ১১ নম্বরে এডব্লিউআর টাওয়ারে করা করা হয়েছে এফ৪৫ এর সেন্টার। প্রতিষ্ঠানটি প্রতিদিন ৪৫ মিনিটের একটি ওয়ার্ক আউট অফার করেছে যা শরীরকে সব সময় সতেজ রাখবে আর দিনে ৭৫০ ক্যালরি বার্ন করবে।

এফ৪৫ এ নিয়মিত ওয়ার্কআউটের পাশাপাশি আছে অত্যাধুনিক জিম সেবা। পাশাপাশি দক্ষ প্রশিক্ষক দিবেন যথাযথ দিক নির্দেশনা। স্থানীয় প্রশিক্ষকদের পাশাপাশি আছে আন্তর্জাতিক প্রশিক্ষক।

এফ৪৫ এর ঢাকা শাখায় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন নিক ম্যারিয়ট। তিনি অস্ট্রেলিয়ার এ৪৫ এ কাজ করতেন। ফিটনেস ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে ম্যারিয়টের। কাজ করেছেন বিশ্বের একাধিক দেশে। বাংলাদেশে কাজের প্রসঙ্গে নিক ম্যারিয়ট বলেন, ‘আমি এখানে স্বাস্থ্য এবং সুস্থতার বিষয়টিকে গুরুত্ব দিয়ে সাহায্য করতে এসেছি। দেশে প্রথম এফ৪৫ এর যাত্রা শুরু হওয়ায় একটি স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।’

ফ্র্যাঞ্জাইজির স্বত্তাধিকারী মিশেল করিম বলেন, ‘দেশে এফ৪৫ এর মত গ্লোবাল ফিটনেস ব্র্যান্ড আনতে পেরে আমি আনন্দিত।’

অন্য স্বত্ত্বাধিকারী আদনান ইমাম বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি সুস্বাস্থ্য ও ভালো থাকার ওপর বেশি জোর দেই। বেশ কয়েক বছর ধরে নিয়মিত কার্যকর প্রশিক্ষণ আমাকে ভালো রেখেছে। যুক্তরাজ্য ও দুবাইয়ে এফ৪৫ ব্র্যান্ডের সাথে থাকতে পেরে আমি আনন্দিত যা এখন আমাদের ঢাকাতেই। এফ৪৫ এর প্রতি এখানকার মানুষের আগ্রহ দেখে আমাদের টিমের লোকজন খুবই আনন্দিত।’

অলটারনেট ফিটনেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, ‘করোনার পর ফিটনেসের বিষয়টি বিশ্বজুড়ে গুরুত্ব পেয়েছে। এ নিয়ে আমাদের দেশের মানুষও বেশ ইতিবাচক। রাজধানীবাসীদের সুস্থ ও কর্মক্ষম রাখার অন্যতম উপায় হলো ফিটনেস ধরে রাখা। নিয়মিত ওয়ার্কআউটের মাধ্যমে যা সম্ভব। এফ৪৫ এর বনানী শাখায় ৪৫ মিনিটের ওয়ার্কআউট প্রোগ্রামগুলোর মাধ্যমে দ্রুত ও সেরা ফিটনেস সুবিধা প্রদান করা হবে।’

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ