মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আজ (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পাকিস্তানের বন্যা দুর্যোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।
মুখপাত্র বলেন, চীন খেয়াল করেছে, ‘সম্প্রতি পাকিস্তানের বেশ কয়েকটি এলাকায় ভয়াবহ বন্যা দুর্যোগে গুরুতর হতাহত ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা নিহতদের জন্য গভীর শোক এবং তাদের আত্মীয়স্বজন ও আহতদের আন্তরিক সমবেদনা জানিয়েছি।
তিনি বলেন, একে অপরকে সাহায্য করা এবং হাতে হাত রেখে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার ঐতিহ্য আছে চীন ও পাকিস্তানের। পাকিস্তানের বন্যা সংঘটিত হওয়ার পর চীন-পাক অর্থনৈতিক করিডোরের সামাজিক ও গণজীবিকার সহযোগিতা কাঠামোতে চীন চার হাজার তাঁবু ও ৫০ হাজার কম্বলসহ নানা ত্রাণ সামগ্রী দিয়েছে।
তিনি বলেন, বর্তমানে পাকিস্তানের দুর্যোগের অবস্থা চিন্তা করে চীন আরও ২৫ হাজার তাঁবু এবং পাকিস্তানের নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ নতুন দফা জরুরি মানবিক সাহায্য প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে।
চীনা মুখপাত্র বলেন, চীনের রেড ক্রস সোসাইটি পাকিস্তান রেড ক্রিসেন্ট সোসাইটিকে ৩ লাখ মার্কিন ডলারের জরুরী নগদ সহায়তা প্রদান করবে। দুর্যোগ প্রতিরোধ ও কমানো এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা জোরদার করবে চীন।
তিনি আরও বলেন, পাক সরকারের নেতৃত্বে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্যে সেদেশের বন্যা-কবলিত এলাকার জনগণ অবশ্যই প্রতিবন্ধকতাকে পরাজিত করবে এবং দ্রুত স্বাভাবিক জীবন পুনরুদ্ধার করবে বলে চীন বিশ্বাস করে। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।