Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ভারতে ছড়িয়ে পড়ছে ‘টমেটো ফ্লু’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২২, ৬:৩২ পিএম

ভারতের ‘হিন্দুস্তান টাইমস’ আজ (বুধবার) জানায়, সেদেশে ‘টমেটো ফ্লু’ ছড়িয়ে পড়েছে। ফলে এ পর্যন্ত শতাধিক ৯ বছরের কম বয়সী শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল সেদেশের রাজ্যগুলিতে ‘টমেটো ফ্লু’ সনাক্তকরণ, প্রতিরোধ এবং চিকিৎসার জন্য নির্দেশিকা জারি করেছে।

‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদন অনুসারে, গত মে মাসের প্রথম দিকে ভারতের দক্ষিণাঞ্চলের কেরালা রাজ্যে প্রথম ‘টমেটো ফ্লু’ আক্রান্ত রোগী সনাক্ত হয়। পরে তামিলনাড়ু, হরিয়ানা এবং ওড়িশাতেও দেখা মেলে এ ভাইরাসে আক্রান্ত রোগীর।

চিকিৎসকরা ‘টমেটো ফ্লু’ রোগীদের কোয়ারেন্টিনে রাখার পরামর্শ দিয়েছেন এবং তাদের ব্যবহৃত বাসনপত্র ও পোশাক জীবাণুমুক্ত করার ওপর জোর দিয়েছেন। সূত্র: টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ