Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দোতলা ভবনটি সরিয়ে নিচ্ছে কৃষক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

ভারতের পাঞ্জাব প্রদেশের একজন কৃষক তার বাড়ি আগের স্থান থেকে ১৫২.৪ মিটার (৫০০ ফুট) দূরে সরিয়ে নিচ্ছেন। পাঞ্জাবের এক্সপ্রেসওয়ের সীমানার মধ্যে বাড়িটির অবস্থান হওয়ায় এভাবে সরিয়ে নেওয়া হচ্ছে। ৬৭০ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়েটি ভারতের রাজধানী দিল্লির সঙ্গে জম্মু-কাশ্মীরকে সংযুক্ত করেছে। ২০১৯ সালে সুখিন্দর সিং ভবনটি তৈরি করতে খরচ করেছেন প্রায় ১৫ মিলিয়ন রুপি। সুখিন্দর সিং বলেন, আমাকে ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে আরেকটি বাড়ি আমি বানাতে চাইনি। ভবনটি স্থানান্তরের জন্য ২০ জন লোককে কাজে নিয়েছেন সুখিন্দর। ভারতে পুরো ভবন অক্ষত অবস্থায় স্থানান্তরের ঘটনা সচরাচর দেখা যায় না। এর আগে ২০১৭ সালে কেরালায় একটি ভবনের কাঠামো ছোট ছোট ভাগ করে স্থানান্তর করা হয়েছিল সংরক্ষণের জন্য। বিবিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ