Inqilab Logo

সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

৩শ’ বছরের মধ্যে বড় পতন দেখল ব্রিটেনের জিডিপি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

২০২০ সালে বৃটিশ অর্থনীতি ১১ শতাংশ সংকুচিত হয়। এটি গত ৩০০ বছরের মধ্যে সবথেকে বড় পতন। দেশটির ‘অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস’ বা ওএনএস-এর সংশোধিত তথ্য এমনটাই জানাচ্ছে। সোমবার ওই তথ্য প্রকাশ করা হয়। আগের হিসেবে ২০২০ সালে অর্থনীতি সংকুচিত হয়েছিল ৯.৩ শতাংশ। আরটি জানিয়েছে, ওএনএস রেকর্ড রাখতে শুরু করার পর থেকে এত বড় পতন আর দেখেনি ব্রিটেন। ১৭০৯ সালে সর্বশেষ এত বড় জিডিপি মন্দা দেখেছিল দেশটি। ‘গ্রেট ফ্রস্ট’ বা ভয়াবহ তুষারপাতের ওই বছরে ব্রিটেনের অর্থনীতি ১৩.৪ শতাংশ সংকুচিত হয়েছিল। ব্যাংক অব ইংল্যান্ডের দেয়া ঐতিহাসিক তথ্য তাই বলছে। ২০২০ সালের সংশোধিত তথ্য কোভিড-১৯ মহামারির আসল ভয়াবহতা তুলে ধরছে। ওএনএস বিশ্লেষক ক্রেইগ ম্যাকলার্ন বলেন, ব্রিটেনের স্বাস্থ্য সেবার যে ব্যয় আমরা প্রথমে হিসেব করেছিলাম, তা আসলে আরও বেশি ছিল। তবে ২০২১ সালেই মহামারির পূর্ববর্তী অবস্থায় ফিরে আসতে শুরু করে বৃটিশ অর্থনীতি। তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর আবারও ধুঁকতে শুরু করেছে দেশটি। গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখেছে ব্রিটেন। গার্ডিয়ান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ