Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেক্সাসে ভয়াবহ বন্যা ভারতে চার রাজ্যে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের টেক্সাসে হচ্ছে ভয়াবহ বন্যা। ডালাস কাউন্টিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা; প্রাণ হারিয়েছেন কমপক্ষে একজন। দেশটির জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, পানির তোড়ে ভেসে যায় একটি গাড়ি। যাতে আটকা পড়েন প্রবীণ এক নারী। গাড়িতে পানি ঢুকে হয় তার মৃত্যু। অবশ্য এখনও নাম-পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। সোমবার পর্যন্ত ২০০ বাসিন্দাকে দুর্গত এলাকা থেকে উদ্ধার করেছে ডালাস কর্তৃপক্ষ। ভারি বৃষ্টিপাত ও বন্যায় ডুবে গেছে বেশিরভাগ এলাকা। সাবওয়েতে পানি ঢুকে পড়ায় বিপাকে পড়েছেন সেগুলোয় বসবাসরতরা। বিদ্যুৎস্পৃষ্ঠ হওয়ার খবরও মিলেছে কিছু এলাকায়। গেলো ২৪ ঘণ্টায় ডালাসে ৩৫৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খবর এপি’র। লঘুচাপের কারণে ভারতের বিভিন্ন রাজ্যে আগামী দুই দিন হবে ভারি বৃষ্টিপাত। যার ফলে প্রবল বন্যা ও ভ‚মিধসের পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া অধিদফতর। বিবৃতি অনুসারে, মধ্য প্রদেশে সৃষ্টি হওয়া নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম-উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে সরে যাবে। যার ফলে উত্তর প্রদেশ-রাজস্থান-গুজরাটের মতো রাজ্যগুলোয় হতে পারে বজ্রপাতসহ ভারি বৃষ্টিপাত। চলমান বন্যায় দেশটির চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মির বিপর্যস্ত। প্রাণহানি অর্ধ-শতাধিক ছাড়িয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হিমাচল প্রদেশ। রাজ্যটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে, এখনো নিখোঁজ ছয়জন। আরও ১২ জন গুরুতর আহত। ত্রাণ ও উদ্ধারকাজের জন্য চার লাখ রুপি বরাদ্দ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রতিবেশী রাজ্য উত্তরাখান্ডেও বন্যার তোড়ে ভেসে গেছে বেশিরভাগ পূণ্যভ‚মি। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। ভারি বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত ঝাড়খন্ড ও ওড়িষাও। এপি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ