Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদত্যাগ করবেন অ্যান্থনি ফাউসি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের (এনআইএআইডি) পরিচালক অ্যান্থনি ফাউসি আগামী ডিসেম্বরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ফাউসি বলেছেন, কর্মজীবনের পরবর্তী অধ্যায় শুরু করতেই তার এ সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ৩৮ বছর ধরে এনআইএআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ফাউসি। আর জো বাইডেনসহ যুক্তরাষ্ট্রের সাত জন প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। অবসরে যেতে হলে তাঁকে দুটি পদই ছাড়তে হবে। ফাউসির পদত্যাগের ঘোষণা অবশ্য মোটেও অপ্রত্যাশিত নয়। তিনি যে অবসরে যেতে চানÑ এমন ইঙ্গিত আগে থেকেই দিচ্ছিলেন। গত রোববার এক আলাপচারিতায় বিষয়টি তুলে ফাউসি বলেন, অবসরের পর তিনি ভ্রমণ, লেখালেখি ও সরকারি চাকরিতে যোগ দিতে তরুণদের উৎসাহী করতে মনোনিবেশ করবেন। ৮১ বছর বয়সি এই সংক্রামক রোগবিশেষজ্ঞ বলেন, ‘যত দিন পর্যন্ত আমি এখন যেমন আছি, তেমন সুস্থ ও উদ্যমী থাকব এবং আমার উৎসাহ থাকবে, তত দিন আমি ফেডারেল সরকারের বলয়ের বাইরে গিয়ে কিছু করতে চাই।’ এদিকে এক বিবৃতিতে ফাউসিকে ‘জনসেবায় নিবেদিতপ্রাণ এবং প্রজ্ঞা ও দূরদৃষ্টিসম্পন্ন’ একজন মানুষ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, স্বাস্থ্য খাতে ফাউসির অবদানের কারণে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে বহু মানুষের জীবন বেঁচেছে। অ্যান্থনি ফাউচি ১৯৬৮ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথে (এনআইএইচ) যোগ দেন। সে সময় প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ছিলেন লিন্ডন জনসন। নিউইয়র্ক টাইমস।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ