Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাইসির আমলে ইরানের বৈদেশিক বাণিজ্য বেড়েছে ৪৮ শতাংশ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২২, ৮:০৮ পিএম

প্রেসিডেন্ট রাইসির অধীনে ইরানের ১৩তম সরকারের প্রথম বছরে দেশটির বৈদেশিক বাণিজ্য অভূতপূর্ব ভাবে ৪৮ শতাংশ বেড়েছে।

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে (সিবিআই) এই চিত্র উঠে এসেছে।

পণ্য ও পরিষেবার আমদানি ও রপ্তানিসহ দেশের বৈদেশিক বাণিজ্যের উপর ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ওই পরিসংখ্যান বলছে, প্রেসিডেন্ট রাইসির জনপ্রিয় সরকারের প্রথম বছরে অভূতপূর্ব সাফল্য দেখা গেছে।

আগের প্রশাসনের শেষ তিন বছরে ইরানের বৈদেশিক বাণিজ্য নেতিবাচক রেকর্ড করেছে।

সে হিসেবে, প্রেসিডেন্ট রাইসির প্রশাসনের প্রথম বছরে ইরানের বৈদেশিক বাণিজ্য ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা গত দুই বা তিন দশকের মধ্যে সর্বোচ্চ বার্ষিক প্রবৃদ্ধি। ইরানের পরমাণু চুক্তির (জেসিপিওএ) পরেও এই ধরনের প্রবৃদ্ধি দেখা যায়নি। সূত্র: মেহর নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ