Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যামব্রিজ ইন্টারন্যাশনালের জুন সিরিজের ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২২, ৬:৩০ পিএম

যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ক্যামপ্রিজ ইন্টারন্যাশনাল জুন ২০২২ সিরিজের বিভিন্ন পরীক্ষার ফল বাংলাদেশসহ পুরো বিশ্বের প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ‘এএস’ ও ‘এ’ লেভেলের ফল গত ১১ আগস্ট এবং ‘আইজিসিএসই’ ও ‘ও’ লেভেল পরীক্ষার ফল গত ১৮ আগস্ট প্রকাশ করা হয়। এই বছর বিশ্বব্যাপী প্রায় ৫ লাখ শিক্ষার্থী ক্যামব্রিজ পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২ লাখ ২০ হাজারের বেশি ‘এএস’ ও ‘এ’ লেভেল এবং আড়াই লাখ ‘আইজিসিএসই’ এবং ‘ও’ লেভেল পরীক্ষার্থী। এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করে ১৪৭টি দেশের ১৪ লাখ শিক্ষার্থী।

বাংলাদেশে এই সেশনে ১৪ শতাংশ বেশি আবেদন জমা পড়েছে। বাংলাদেশে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ‘আইজিসিএসই’ ও ‘ও’ লেভেলে গণিত, ইংরেজি ও বাংলা এবং ‘এএস’ ও ‘এ’ লেভেলে গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন জনপ্রিয় বিষয় ছিল।

ক্যামব্রিজ ইন্টারন্যাশনালের চিফ অ্যাকাউন্টেবল অফিসার ক্রিস্টিন ওজডেন জানান, মহামারী আমাদের কিছু শিক্ষার্থী এবং শিক্ষক স্কুল বন্ধ এবং চলমান বিধিনিষেধে প্রভাবিত হয়েছে। শিক্ষার্থীরা এই বিন্দুতে পৌঁছানোর জন্য দুর্দান্ত সহনশীলতা এবং ত্যাগ দেখিয়েছে।

ক্যামব্রিজ ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক মহেশ শ্রীবাস্তব বাংলাদেশের সকল শিক্ষার্থীকে তাদের ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, এই বছরটি শিক্ষার্থীদের শিক্ষাগত যাত্রায় একটি পরিবর্তনের বছর ছিল। স্কুল পুনরায় খোলা ও ক্যাম্পাসে শিক্ষা পুনরায় শুরু করার সাথে সাথে শিক্ষার্থীরা এই সিরিজ পরীক্ষার জন্য প্রস্তুত হয়। বাংলাদেশে শিক্ষার্থীদের ফলাফল ছিল অসাধারণ এবং আমরা তাদের কৃতিত্বের জন্য গর্বিত।

সারা বাংলাদেশে ৯০টিরও বেশি স্কুল তাদের শিক্ষার্থীদের ক্যামব্রিজ প্রোগ্রাম এবং ডিগ্রি প্রদান করে। ক্যামব্রিজ পাথওয়ে পাঠ্যক্রমটি ক্যামব্রিজ ‘আইজিসিএসই’ লেভেলে ৭০টির বেশি বিষয়, ক্যামব্রিজ ‘ও’ লেভেলে ৪০টির বেশি বিষয় এবং ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ‘এএস’ ও ‘এ’ লেভেলে ৫৫টির বেশি বিষয় রয়েছে এবং প্রতি বছর দুটি সিরিজ পরীক্ষা নেয়া হয়ে থাকে।###



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ