বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাগুরার শালিখা উপজেলা বিএনপি আয়োজিত জ্বালানী তেল,পরিবহন ভাড়া সহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক ছাত্রনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এ কথা বলেন। শালিখা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোতালেব হোসেন শিকদারের সভাপতিত্বে সোমবার বিকেলে অনষ্ঠিত কর্মসুচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মিথুন রায় চৌধুর, শালিখা উপজেলা বি এন পির সদস্য সচিব মুন্সী মনিরুজ্জামান চকলেট। এ সময় আরও উপস্তিত ছিলেন মাগুরা জেলা বিএনপি,যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি বলেন এ সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। জন সমর্থন হারিয়ে তারা জনগনের উপেক্ষা করে ভারতের কাছে সরকারে টিকে থাকার জন্য আকুতি মিনতি করছে। দেশের জনগন এ স্বৈরাচারি সরকারকে আর দেখতে চায়না আওয়ামী লীগ বুঝে ফেছেছে। তারা দুর্নীতি আর লুট পাট করে এখন পালানোর পথ খুজছে। এখন জনগনের এক ধাক্কা তাদের অতল গহব্বরে নিক্ষেপ করবে। এ সরকারের পতনে বি এনপি আহুত আগামী আন্দোলন সংগ্রামে সবাইকে জনগনকে সাথে নিয়ে ঝাপিয়ে পড়ার আহবান জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।