Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো অঞ্জলি অরোরার ভিডিও

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২২, ১১:৩৭ এএম

বির্তকের কেন্দ্রে বার বার ঘুর ফিরেই চলেই আসছেন ‘কাঁচা বাদাম’ খ্যাত অভিনেত্রী অঞ্জলি অরোরা । কিছুদিন আগেই তার একটি ভিডিও ভাইরাল হয়। ফের ভাইরাল হয়েছে অঞ্জলির আরো একটি ভিডিও । এই মুহূর্তে নিজের সেই ভাইরাল ভিডিওর সূত্র ধরেই নেটনাগরিকদের একাংশের মাঝে আলোচনায় এই অভিনেত্রী।

এবার কী করলেন অঞ্জলি? সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে অঞ্জলিকে দেখা গেল জাতীয় পতাকা বুকে জড়াতে, পরে বোঝা গেল ওটা একটা ক্রপ টপ! যেখানে ‘সাঁইয়া দিল মে আনা জি’র তালে নাচতে দেখা গিয়েছে তাকে। ভিডিওর শুরুতেই একটি সোফাতে বসে থাকতে দেখা গিয়েছিল অঞ্জলিকে। এরপরেই সেখান থেকে উঠে এই গানের তালে নাচতে শুরু করেন তিনি। ভিডিওটি বানানোর সময় তাকে ডিপ নেক কাটিং ক্রপটপ ও রিপড্ জিন্সে দেখা গিয়েছে। নেটনাগরিকদের আপত্তি অঞ্জলির নাচে নয় তার প্রদর্শনের ভঙ্গিতে। তাদের অনেকের দাবি এটাই অঞ্জলির উপায় নিজেকে ভাইরাল করার।

কয়েকদিন আগেই অপ্রত্যাশিতভাবে অঞ্জলির একটি ব্যক্তিগত এমএমএস ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছিল, যার জন্য কিছুটা হলেও সকলের সামনে লজ্জায় পড়তে হয়েছিল অঞ্জলিকে। তিনি না চাইতেও এই ঘটনা ঘটেছে তার সাথে। বেশ ক’দিন ধরেই মিডিয়াতে এই সূত্র ধরেই আলোচনায় ছিলেন অঞ্জলি।

উল্লেখ্য, ‘কাঁচা বাদাম’ গানের পাশাপাশি কঙ্গনা রানাউত সঞ্চালিত রিয়্যালিটি শো ‘লক আপে’এও দেখা মিলেছিল অঞ্জলি অরোরার। এই শোতে এসে নিজের জীবনের একাধিক তথ্য সামনে এনেছেন তিনি। এই শো থেকেই সাধারণের মাঝে একটা আলাদা পরিচিতি গড়ে উঠেছে অঞ্জলির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ