Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজদিখানে ইউনিয়ন পরিষদ ভাংচুর, আহত-৩

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২২, ৮:১৩ পিএম


মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের ভোটার তালিকা হালনাগাদের লাইনে দাড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় তিনজন আহত ও ইউনিয়ন পরিষদের ২টি কক্ষের জানালা ভাঙচুর করা হয় । ঘটনাটি ঘটে আজ সোমবার (২২ আগস্ট) দুপুরে লতব্দী ইউনিয়ন পরিষদে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, ভোটার তালিকা হালনাগাদ করতে আসা সেকান্দার আলীর সাথে ইউনিয়নের নিমতলা গ্রামের কয়েক জনের সাথে বাকবিত-া হয় । এক পর্যায়ে সেকান্দার আলীকে কে মারধর করা হয়। এরই জের ধরে রামকৃষ্ণদী,কংশপুরা ও রামানন্দ গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে পরিষদের ২টি কক্ষের জানালা ভাঙচুর করেন । এ ঘটনায় তিনজন আহত হয় । আহতরা হলেন লতব্দী ইউপি সদস্য মোঃ শরীফ মাহমুদ(৫০),সেকান্দার আলী(৩৫),নয়াগাও গ্রামের হালিম মিয়ার ছেলে মোঃ তাসলিম (২২)আহত ইউপি সদস্য শরীফ মাহমুদ বলেন, সকাল থেকে লাইন নিয়ে ঝামেলা হচ্ছিল ,হটাৎ সাড়ে ১২টার দিকে একদল লোক দেশীয় অশ্রনিয়ে ইউনিয়ন পরিষদে আমাদের উপর হামলা চালায়। লতব্দী ইউপি চেয়ারম্যান হাফেজ ফজলুল হক বলেন,সংঘর্ষের মধ্যে লতব্দী ইউনিয়ন পরিষদের ২টি কক্ষের জানালা ভাঙচুর হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহিনা ইসলাম চৌধুরী বলেন, চেয়ারম্যাননের সাথে ঝামেলা কে কেন্দ্র করে আমাদের রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত ঘটিয়েছে। আমাদের যাবতীয় ইন্সট্রুমেন্ট অক্ষত রয়েছে। সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ মোঃ মিনহাজুল হক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহণ করব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিষদ ভাংচুর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ