Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীতাকুণ্ডে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানাসহ ১টি ল্যাব বন্ধ ঘোষণা

সীতাকুণ্ড (চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২২, ৬:০২ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পৌরসদর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিযেছে।এসময় দুটি ফার্মেসি ও একটি ল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ ঘোষণা করা হয়। (২২ আগষ্ট) সোমবার দুপুরে সীতাকুণ্ড পৌরসভা বাজারের বিভিন্ন ফার্মেসি এবং ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান পরিচালনা করা হয় । অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শাহাদাত হোসেন। এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ নুর উদ্দিন রাশেদ,সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মিলজার হোসেনসহ সাংবাদিক বৃন্দ।অভিযানে সীতাকুণ্ড মডেল থানার এ এস আই ইমরানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানে উপস্থিত ছিলেন। অভিজানকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শাহাদাত হোসেন দৈনিক ইনকিলাবকে বলেন, মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিভিন্ন অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় শিপ্রা ফার্মেসিকে ১০হাজার টাকা,বিরাজ ফার্মেসিকে ১৫ হাজার টাকা ও জনতা ল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স এবং বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ২০ হাজার টাকা জরিমানাসহ আপাতত এ ল্যাব বন্ধ ঘোষণা করা হয় । এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ