Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে বীরবিক্রম শওকত আলী সরকার প্রয়াত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২২, ৫:০১ পিএম

প্রয়াত হলেন কুড়িগ্রামের বীরসন্তান বীরমুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীরবিক্রম। সোমবার (২২ আগস্ট) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩বছর। তিনি চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চিলমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ১১টায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
শওকত আলী সরকার বীর বিক্রম’র বড় ছেলে মো. সাইফুল্লাহ শওকত জীবন জানান, আমার বাবা দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন। গত ৩০ জুলাই অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শরীরের অবস্থার কিছুটা উন্নতি হচ্ছিল। কিন্তু হঠাৎ করে রোববার থেকে তিনি আবারো অসুস্থ হয় পরেন। এরপর সোমবার ভোরে চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি পরিবারকে অবগত করেন। পিতার মৃত্যুতে তার মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ১১টায় নিজ বাড়ি চিলমারীতে তার দাফন কাজ সম্পন্ন হবে বলে জানান তিনি।
বীরবিক্রম শওকত আলী সরকারের ছিল বর্ণাঢ্য জীবন। দেশপ্রেমিক এই মানুষটি পরপর পাঁচবার চিলমারী উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান ছিলেন। ব্যক্তিগত জীবনে করেছেন অনেক মানুষের উপকার। তিনি ‘বীর বিক্রম’ খেতাবপ্রাপ্ত একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ১১ নং সেক্টরের সাব সেক্টর মাইনকার চরের অধীন কুড়িগ্রামের রৌমারী-চিলমারী অঞ্চলে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। এই সেক্টরে আবুল কাশেম চাঁদ কোম্পানীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন তিনি। ৭১ সালের ১৩ নভেম্বর উলিপুরের হাতিয়া যুদ্ধে পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। যুদ্ধকালীন সময়ে বীরত্ব ও সাহসিকতার সঙ্গে পাক বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে প্রাণবাজী রেখে লড়েছিলেন তিনি। এজন্য পাক বাহিনীর কাছে তিনি ছিলেন ‘মোস্ট ওয়ান্টেড’।
মুক্তিযুদ্ধে সক্রিয় অবস্থানের কারণে পাক বাহিনী তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালীন চিলমারী থানায় মামলা করেছিল বলে জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে জানা যায়। তার বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে ‘বীরবিক্রম’ খেতাবে ভূষিত করেন।
এই বীর মুক্তিযোদ্ধা ১৯৪৮ সালে চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ইজাব আলী সরকার এবং মায়ের নাম শরিতুজ নেছা।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. জাকির হোসেন, কুড়িগ্রাম-১ আসনের সাংসদ মো. আসলাম হোসেন সওদাগর এমপি, কুড়িগ্রাম-২ আসনের সাংসদ মো. পনির উদ্দিন আহমেদ এমপি, কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ অধ্যাপক এম এ মতিন এমপি, কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদ প্রশাসক ও সাবেক এমপি মো. জাফর আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা ও উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, জেলা আইনজীবী সমিতি, কুড়িগ্রাম প্রেসক্লাব, কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, জেলা শিল্পকলা একাডেমিসহ বহু সংগঠন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সরকার প্রয়াত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ