Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধান কোচ কে ? ‘আমি তো আছি’ পাপন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২২, ৩:৩৭ পিএম

টি-টোয়েন্টি এশিয়া কাপ ও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রধান কোচ হিসেবে থাকছে না রাসেল ডমিঙ্গো। তাকে আপাতত সরিয়ে

দিয়েছে বিসিবি। তবে এই সময়ে তিনি কাজ করবেন ওয়ানডে ও টেস্ট দল নিয়ে। এমনকি দেখবেন ঘরোয়া লিগ ও ‘এ’ দলের খেলাও।

তাই প্রশ্ন উঠেছে, এই সময়ে তাহলে জাতীয় দলে টি-টোয়েন্টি কোচ কে? এমন প্রশ্নে কিছুটা ধোঁয়াশাই রেখে দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নতুন টেকনিক্যাল পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ভারতের শ্রীধরন শ্রীরামকে।

তাদের সঙ্গে আছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন আর এশিয়া কাপে যাচ্ছেন ক্রিকেট অপরাশেন্স চেয়ারম্যান জালাল ইউনুস, যাচ্ছেন বিসিবি সভাপতি নিজেও। এশিয়া কাপে হেড কোচ প্রসঙ্গে জানতে চাইলে পাপন বলেন, ‘আমাদের টিম ডিরেক্টর আছে। জালাল ভাই থাকছে। আমি থাকছি। আর কী?’

এছাড়া পাপন বলেন, ‘হেড কোচ বলতে এখন পর্যন্ত কেউ নেই। এখানটায় আমাদের ব্যাটিং কোচ রয়েছে। আমাদের স্পিন কোচ, পেস বোলিং কোচ, ফিল্ডিং কোচ রয়েছে। আমাদের অধিনায়ক আছে। টি-টোয়েন্টিতে আমাদের টেকনিক্যাল পরামর্শক আছে একজন। সে গেম প্ল্যান দেবে। যদি গেম প্ল্যান সে দেয় তাহলে হেড কোচ করবে কী আর? প্রধান কোচের তো কোনো কাজ থাকে না। ’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ