Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়া কাপের আগে নিজেদের শক্তি দেখাল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২২, ১১:২৪ পিএম | আপডেট : ১১:৩০ পিএম, ২১ আগস্ট, ২০২২

এশিয়া কাপের আগে নিজেদের শক্তি দেখালো পাকিস্তান। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে মাত্র ২০৬ রানেই অলআউট হয়ে গিয়েছিল দলটি! তবুও সেই ম্যাচটাতে ৯ রানে জিতেছে বাবর আজমের দল।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে বাবর আজমের দল।


হেজেলারওয়েগে ডাচ বোলারদের তোপে ইনিংসের দুই বল বাকি থাকতে ২০৬ রানে অলআউট হয়ে গিয়েছিল পাকিস্তান। বাবর আজম একটা প্রান্ত ধরে ৯১ রানের দায়িত্বশীল ইনিংস না খেললে এই সংগ্রহ গড়াও কঠিন হয়ে যেতো সফরকারীদের।

১২৫ বলে ৭ চার আর ২ ছক্কায় বাবর তার ইনিংসটি সাজান। দলীয় ১৬৮ রানের মাথায় তিনি আউট হন। সেখান থেকে পাকিস্তানকে টেনে নিয়েছেন মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিমরা। নেওয়াজ ৩৫ বলে ২৭ আর ওয়াসিম ১৪ বলে করেন মহামূল্যবান ১১ রান। নেদারল্যান্ডসের হয়ে বেস ডে লিডে ৩টি আর ভিভিয়ান কিংমা নেন ২টি উইকেট।

জবাবে দুই হাফসেঞ্চুরির পরও নাসিম শাহ আর মোহাম্মদ ওয়াসিমের গতিঝড়ে ২০৭ রান তাড়া করতে পারেনি ডাচরা। ৩৭ রানে ৩ উইকেট হারানো দলকে একশ পার করে দিয়েছিলেন ওপেনার বিক্রমজিৎ সিং (৫০)।


এরপর ৪৫ ওভার পর্যন্ত লড়াই চালিয়ে যান টম কুপার। ৬২ করে তিনি যখন আউট হন, তখন জয়ের জন্য ২৬ বলে ৩৩ রান দরকার নেদারল্যান্ডসের। হাতে ছিল ৩ উইকেট।

শেষ ১২ বলে দরকার ছিল ১৮ রান। সম্ভাবনা ছিল জয়ের। তবে নাসিম শাহ ৪৯তম ওভারে মাত্র ৪ রান দিয়ে তুলে নেন এক উইকেট। শেষ ওভারের প্রথম বলেই মোহাম্মদ ওয়াসিমকে আরিয়ান দত্ত চার মেরে দিলে জমে উঠে ম্যাচ, নড়েচড়ে বসেন আইরিশ সমর্থকরা। কিন্তু পরের বলটিতেই তাদের স্বপ্ন ভেঙে দিয়েছেন ওয়াসিম। ফুলটস ডেলিভারিতে বোল্ড করে দিয়েছেন আরিয়ানকে। পাকিস্তানও বেঁচেছে হাঁফ ছেড়ে।

বল হাতে পাকিস্তানের হয়ে নাসিম শাহ ৩৩ রানে নিয়েছেন ৫টি উইকেট, ৩৬ রানে ৪ উইকেট শিকার আরেক পেসার মোহাম্মদ ওয়াসিমের।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ