Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছন্নছাড়া চেলসিকে হেসেখেলেই হারিয়েছে লিডস

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২২, ১০:৫৫ পিএম

মাঠ ও মাঠের বাইরে সময়টা খুব খারাপ যাচ্ছে ইংলিশ জায়ান্ট চেলসির।গত ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে জিততে থাকা চেলসি কেনের শেষ মিনিটের গোলে ড্র্ব করে দুই পয়েন্ট হারায়। আর ম্যাচ শেষে প্রতিপক্ষ কোচের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে কোচ টুখেলের লাল কার্ড দেখা কাটা ঘায়ে নুনা ছিটা হিসেবেই এসেছে দলটির জন্য।

এরপর আজ লিডসের মাঠে চেলসি যে পারফরম্যান্স প্রদর্শন করেছে সেটিকে খাপছাড়া কিংবা গড়পড়তা বললেও কম হয়ে যায়।মাঠে গুরু টুখেলের দিকনির্দেশনা কিংবা অনুপ্রেরণার অভাব আজ ভালোভাবেই টের পেয়েছে স্টার্লিং-কান্তেরা।

এদিন ম্যাচের শুরু থেকেই ভুলের পর ভুল করে গেছেন চেলসি খেলোয়াড়রা।ম্যাচের ৩৩ মিনিটে মূলত চেলসি গোলকিপার এডওয়ার্ড ম্যান্ডির দৃষ্টিকটু ভুলেই লিড নেয় স্বাগতিক লিডস।এই চেলসি গোলকিপার একটি ব্যাকপাসে নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিপক্ষকে গোলের সহজ সুযোগ দিয়ে দেন। আর সেই সুযোগ কাজে লাগাতে কোন ভুল করেননি লিডস ফরোওয়ার্ড ব্রান্ডন এরোনসেন।চার মিনিট পর ফের চেলসির ভুল। এবার কাঠগড়ায় এই গ্রীষ্মে ক্লাবটিতে যোগ দেওয়া ইংলিশ মিডফিল্ডার রাহিম স্টার্লিং। ডি বক্সের ঠিক বাইরে তিনি প্রতিপক্ষেকে ফ্রি কিক দিয়ে বসেন। যেটা চাইলেই এড়ানো যেত।হ্যারিসনের নেওয়া সেই ফ্রি কিক থেকে দারুণ এক হেডে গোল করে লিডসের ব্যবধান দ্বিগুণ করেন দলটির স্প্যানিশ ট্রাইকার রদ্রিগো।

প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে শেষ করা চেলসি দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে চেষ্টা করে।তবে তাদের কোন আক্রমণই সফল পরিণতির দেখা পায়নি।এ সময় স্টার্লিং এর করা একটি গোল অফসাইডের কারণে বাতিল হলে চেলসির দুঃখ আরও বাড়ে।

তবে লিডস যে শুধু প্রতিপক্ষের ভুলের কারণে ম্যাচে এগিয়ে গেছে সেটি বললে দলটির খেলোয়াড়দের প্রতি একটু অবিচারই করা হবে। মাঝমাঠ কিংবা রক্ষণভাগে তারা ছিল চেলসি থেকে যোজন যোজন এগিয়ে। ৬৯ মিনিটে টোটাল টিমওয়ার্কে করা হ্যারিসনের গোলটি যেন সেটিরই প্রমাণ বহন করে।

হার নিশ্চিত হয়ে যাওয়া এই ম্যাচে চেলসির জন্য বিভীষিকায় পরিণত হয় ৮৬ মিনিটে দলটির সেন্টার ব্যাক কালিদৌ কৌলিবলি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে।

গত ২০ বছরে চেলসির বিপক্ষে লিডসের এটি প্রথম জয়। সর্বশেষ জয়টি এসেছিল ২০০২ সালের প্রিমিয়ার লিগ মৌসুমে। প্রিমিয়ার লিগের অন্যতম পরাশক্তিকে এভাবে হেসে খেলে হারিয়ে দেওয়াটা অনেকদিন মনে রাখবে দলটির ভক্ত-সমর্থকরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ