মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নির্বাচনী প্রচারে বেরিয়ে মেজাজ হারালেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তার বিরুদ্ধে বিরূপ মন্তব্যের অভিযোগে এক ব্যক্তির মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। আর এই ভিডিও ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়ায়।
প্রতিদিনের মতো গত শনিবারেও নির্বাচনী প্রচারের প্রস্তুতি নিচ্ছিলেন জাইর বলসোনারো। প্রচার শুরুর আগে রাজধানী শহর ব্রাসিলিয়ায় তার বাসভবনের বাইরে সমর্থকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। সেই সময় উইলকার লিও নামে এক ব্যক্তি প্রেসিডেন্টকে কাপুরুষসহ একাধিক মন্তব্য করতে থাকে বলে অভিযোগ।
আসলে উইলকার লিও ছিলেন একজন সোস্যাল মিডিয়ার সাংবাদিক। ব্রাজিলের প্রেসিডেন্টকে নির্বাচন সংক্রান্ত কিছু প্রশ্ন করতে চেয়েছিলেন। কিন্তু ওই সময় কথা বলতে অস্বীকার করেন বলসোনারো। তারপরই লিও বিরূপ মন্তব্য করতে থাকেন বলে অভিযোগ।
ব্রাজিলের নিউজ ওয়েবসাইটের একজন সাংবাদিক লিও’র মন্তব্য এবং পরবর্তী ঝগড়ার একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিও না করার জন্য বলসোনারো বলছিলেন বলে শুনতে পাওয়া গেছে।প্রেসিডেন্ট প্রচারের উদ্দেশে নিজের গাড়িতে ওঠেন। আর প্রেসিডেন্টকে লক্ষ্য করে মন্তব্য করেন লিও।
এরপরই মেজাজ হারিয়ে বলসোনারো এগিয়ে যান লিও’র দিকে। সেই সময় পুরো ঘটনার ছবি মোবাইল ফোনে বন্দি করছিল সে। ব্রাজিলের প্রসিডেন্ট তার মোবাইল ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে থাকা নিরাপত্তাক্ষীরা লিও’কে সঙ্গে সঙ্গে সরিয়ে দেয়। এরপরই সোস্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল করে দেন উইলকার লিও। সমালোচনায় সরব হয় নেটিজেনদের একাংশ।
আগামী ২ অক্টোবর ব্রাজিলে প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে সামনে এসেছে একটি জনমত সমীক্ষা। সমীক্ষায় এগিয়ে রয়েছেন ব্রাজিলের জনপ্রিয় বাম নেতা তথা সাবেক প্রেসিডেন্ট রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। সমীক্ষায় বাম নেতা লুলা দ্য সিলভা ৪০.৬ শতাংশ ভোটারদের সমর্থন পেয়েছেন বলে জানা গেছে। তারপরেই বলসোনারোর ঝুলিতে রয়েছে ৩২ শতাংশ ভোটারদের সমর্থন।
জনপ্রিয়তার দিক থেকে প্রথম থেকেই বলসোনারোকে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন বাম নেতা লুলা দ্য সিলভা। তবে এই ঘটনা বলসোনারো-কে চাপে ফেলে দিল বলে মনে করা হচ্ছে। সূত্র : আলজাজিরা, ইউরো নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।