Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুক্রবার থেকে শুরু জামালদের অনুশীলন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচকে সামনে রেখে আগামী শুক্রবার থেকে অনুশীলন শুরু হচ্ছে জামাল ভূঁইয়াদের। দুই প্রীতি ম্যাচে ভালো করতে উত্তরায় পুলিশ ক্লাব মাঠে নিজেদের প্রস্তুত করবেন লাল-সবুজের ফুটবলাররা। নিজ দেশে ছুটিয়ে কাটিয়ে ক’দিন আগে ঢাকায় ফিরলেও গতকাল গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। এদিন মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের সামনের মাঠে দাঁড়িয়ে ম্যাচ দুটি নিয়েই কথা বলেন তিনি। ক্যাবরেরা বলেন, ‘আমরা ২৬ আগস্ট থেকে অনুশীলন শুরু করতে যাচ্ছি আমরা। আমি সৌভাগ্যবান যে, এবার আমরা অনুশীলনের জন্য যথেষ্ট সময় পাচ্ছি। আমি বাংলাদেশ দলের দায়িত্বগ্রহণের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি সময় এটি। ঢাকাতে আমরা তিন সপ্তাহের মতো অনুশীলন করতে পারবো।’
দুটি প্রীতি ম্যাচই জামালরা খেলবেন দুই দেশের মাটিতে। এ প্রসঙ্গে ক্যাবরেরা বলেন, ‘আমরা দুটি ম্যাচই বাংলাদেশের বাইরে খেলব। দুই ম্যাচের জন্য ভিন্ন ভিন্ন ভেন্যুতে যাতায়াতের কারণে সেভাবে প্রস্তুতি নিতে পারব না। কাঠমান্ডুতে উচ্চতার একটা ব্যাপার আছে। সেখানে খেলা সহজ নয়। দুই দলের মধ্যে পার্থক্যও অনেক। কম্বোডিয়া বল পায়ে রেখে খেলতে পছন্দ করে। নিচ থেকে আক্রমণ গড়ে ৪-৩ -৩ ফর্মেশনে খেলে তারা। অন্যদিকে নেপাল অনেক আগ্রাসী দল। বøকে খেলতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে তারা। দু’টা দলই চমকে ভরা। তবে আমরা নিজেদের সেরাটা দিতে পারলে দুই দলকে হারানো কঠিন কিছু নয়।’
দক্ষিণ এশিয়ায় শক্তিশালী হয়ে ওঠা নেপাল সম্পর্কে বাংলাদেশ কোচের অভিমত, ‘নেপালের সঙ্গে তুলনা করে দেখতে চাই, সাফের দলগুলোর মধ্যে আমাদের অবস্থাটা কেমন। হ্যাঁ, এটা সত্যি কম্বোডিয়া আর নেপাল সম্পূর্ণ আলাদা দুই দল। তবে দুই ম্যাচের মধ্যে একটা গ্যাপ রয়েছে। আমরা সেভাবেই লড়বো।’ বাংলাদেশ দলে এবার চমক থাকছে। এটা জানিয়ে ক্যাবরেরা বলেন, ‘নতুন খেলোয়াড়েরা ভিন্ন কিছু করে দেখাচ্ছে। প্রতি পজিশনে আমাদের কেমন খেলোয়াড় দরকার, সেই সম্পর্কে এরইমধ্যে ভালো ধারণা হয়ে গেছে আমার। আমি ইতোমধ্যে বেশ কয়েকজন খেলোয়াড়ের প্রোফাইল পেয়ে গেছি। আগেই বলেছি, দলে এবার চমক থাকছে। এমন কিছু যা আপনারা আশা করছেন না। নিজ নিজ ক্ষেত্রে তারা সেরা পারফরমার। তাই অনুশীলনে এবার আপনারা মেধাবী কাউকেই দেখবেন।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ