বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশালের বিসিক শিল্প নগরীতে শতভাগ রপ্তানীমুখি জুতা নির্মানকারী প্রতিষ্ঠান ফরচুন সু’র কারখানায় অগ্নিকান্ডের ঘটনাকে প্রতিষ্ঠানটির মালিক মিজানুর রহমান ষড়যন্ত্রমূলক বলে দাব করেছেন। তবে ফায়ার সার্ভিস বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বরিশাল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আব্বাসউদ্দিন সাংবাদিকদের বলেছেন, শষিবার বিকেল ৩টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাতের পরে ৩টা ১২ মিনিটে জরুরি সেবা কেন্দ্র ৩৩৩ নম্বর থেকে কল পেয়ে ৩টা ১৯ মিনিটে বরিশাল ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি ঘটনাস্থলে পৌছে আগুন নিন্ত্রনের কাজ শুরু করে। পরে আরো ৫টি ইউনিট তাদের সাথে যোগ দেয় এবং বিকেল ৪টা ১৯ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসে।
উৎস চিহ্নিত করতে পারায় স্বল্পতম সময়ে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে দাবী করেছে দমকল বাহিনী। তাদের মতে, স্টোর রুমের আগুন অন্য কোন কক্ষে ছড়িয়ে পড়ার সুযোগ দেওয়া হয়নি। তবে পানির কারনে কিছু মালামাল নষ্ট হয়েছে। ফরচুর কর্তৃপক্ষ দাবি করেছেন এক কোটি টাকার মালামাল নষ্ট হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সঠিক অঙ্ক বলা যাবেনা।
উদ্ধারকাজে অংশ নেয়া একাধিক ব্যক্তি জানিয়েছেন, কারখানার দোতালার যে কক্ষটিতে আগুনের সূত্রপাত হয়েছিল, সেখানে মূলত কাঁচামাল নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। যে যন্ত্রটি দ্বারা তাপমাত্রা সংরক্ষণ করা হয়ে থাকে সেখানে ভিন্ন জেনারেটর থেকে বিদ্যুৎ সরবারহ করা হত। ওই যন্ত্রটিতেই শর্ট সার্কিটের কারনে আগুনের সূত্রপাত ঘটেছে বলে দমকল বাহিনী মনে করছে।
তবে কারখানার মালিক মিজানুর রহমানের মতে যে কক্ষটিতে আগুনের সূত্রপাত হয়েছে সেখানে কোন বৈদ্যুতিক সংযোগ নেই। যে কেউ চাইলেই সেখানে ঢুকতেও পারে না বলে জানিয়ে সুরক্ষিত এই কক্ষে আগুন লাগার পেছনে ষড়যন্ত্র রয়েছে দাবী করেছেন তিনি। তবে কে বা কারা ষড়যন্ত্র করেছে তা বলতে পারেননি তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।