মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন সূত্র জানিয়েছে, শনিবার চীনের সিছাং উপগ্রহ কেন্দ্র থেকে লং মার্চ ২ডি ক্যারিয়ার রকেটের মাধ্যমে রিমোট সেন্সিং ৩৫-এর ০৪ গ্রুপ উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে।
এর মধ্য দিয়ে চীনের লং মার্চের সিরিজ পরিবাহক রকেট সফলভাবে টানা ১০৩ বার নিক্ষেপ করা হলো। যা একটি নতুন রেকর্ড। ২০২০ সালের ৫ মে থেকে এখন পর্যন্ত লং মার্চ সিরিজের পরিবাহক রকেট ১০৩ বার সফল রেকর্ড সৃষ্টি করেছে এবং এই রেকর্ড সম্পন্ন করতে মাত্র দু’বছর তিন মাস সময় লেগেছে।
এ সময়ের মধ্যে লং মার্চের সিরিজ পরিবাহক রকেট চীনের মহাকাশ স্টেশনের থিয়েহ্য কোর মডিউল এবং ওয়েথিয়েন পরীক্ষামূলক মডিউল, ছাংএ-৫ চন্দ্র অনুসন্ধানযান, থিয়েনওয়েন-১ মার্স অনুসন্ধানযানসহ দু’শতাধিক নেভিগেশন স্যাটেলাইট নিরাপদে মহাকাশে পাঠিয়েছে।
জানা গেছে, নতুন প্রজন্মের মনুষ্যবাহী পরিবাহক রকেট এবং ভারী পরিবাহক রকেট তৈরি করা হচ্ছে। এসব রকেট ভবিষ্যতে চাঁদে অবতরণ এবং মঙ্গল, বৃহস্পতি ও গ্রহাণু অন্বেষণের মতো নানা মিশনে দায়িত্ব পালন করবে, যাতে চীনা জনগণের মহাকাশ গবেষণা সঠিকভাবে এগিয়ে যায়। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।