নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে রোববার মিরপুরে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। নিজেদের মধ্যে দুই ভাগ হয়ে খেলা এই ম্যাচে সবুজ দলকে লক্ষ্য দেওয়া হয় ১৪৮ রানের। ওই লক্ষ্য ৪ উইকেট হাতে রেখেই টপকে গেছে সবুজ দল
মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন লাল দল। ওপেনিংয়ে নেমে খুব একটা ভালো প্রস্তুতি নিতে পারেননি এশিয়া কাপের স্কোয়াডে থাকা পারভেজ হোসেন ইমন ও এনামুল হক বিজয়। এনামুল হক বিজয় অবশ্য এই ম্যাচে দুইবার ব্যাটিংয়ে নামেন। তাতেও খুব একটা ভালো প্রস্তুতি নিতে পারেননি। দুইবার ব্যাটিং করে তার ব্যাট থেকে এসেছিল ২৩ রান।
ক্যাপ্টেন সাকিব আল হাসানও ক্রিজে এসেছিলেন দুইবার। তিনি ব্যাট হাতে উইকেটে ঝড় তুলেছিলেন। তাতে অবশ্য টিম ম্যানেজমেন্টের কপালে থাকা দুশ্চিন্তার ভাঁজটা কমতেই পারে। দুইবার ব্যাটিং করা সাকিব করেছিলেন ৫৫ রান। সাকিবের লাল দলের বিপক্ষে ছিলেন এশিয়া কাপের স্কোয়াডে থাকা দুই পেসার তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। এছাড়াও দুই স্পিনার নাসুম আহমেদ ও মেহেদি হাসান মিরাজও ছিলেন।
তাসকিন দুই উইকেট নিলেও ছিলেন খরুচে। মিরপুরের চিরাচারিত উইকেটে মিরাজ-নাসুমরা ঠিকই নিজেদের প্রমাণ করেছেন। নাসুম ২৩ রানে দুইটি আর মিরাজ ১৭ রানে একটি উইকেট নেন।
জবাবে ১৬৫ রানের লক্ষ্যে আফিফ-মিরাজরা কেমন ব্যাটিং করেন সেটাই দেখার ছিল। ওপেনিংয়ে মিরাজ ২১ বলে ২৯ রান করলেও আফিফ অবশ্য হতাশ করেছেন। আফিফ ১৫ বলে করেন ৮ রান। তবে দীর্ঘদিন ইনজুরির পর মাঠে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ১৭ বলে তিন বাউন্ডারি ও এক ছক্কায় রান করেন তিনি। শেষ দিকে শেষ মেহেদী ১৬ বলে ৭ বাউন্ডারিতে ৩১ রান করে অপরাজিত থাকেন।
বাংলাদেশ অধিনায়ক ব্যাটিংয়ের পর বোলিংয়েও অবশ্য দিয়েছেন নিজ যোগ্যতার প্রমাণ। কোটার পুরো চার ওভার বোলিং করে ২৪ রানে তার শিকার ছিল ২ উইকেট। মিরাজের পাশাপাশি ব্যাট সবুজ দলের হয়ে মোহাম্মদ রবিন ও মোহাম্মদ সাইফউদ্দিনের দারুণ ব্যাটিংয়ে এক বল বাকি থাকতেই ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙ্গর করে আফিফের সবুজ দল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।