Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পৃথক সড়ক দুর্ঘটনায় তুরস্কে নিহত ৩২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

দক্ষিণ পূর্ব তুরস্কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি ঘটেছে সড়ক দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানোর সময়, অন্যটি বাসচাপায়। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫১ জন। প্রথম দুর্ঘটনা ঘটে স্থানীয় সময় শনিবার সকালে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর গাজিয়ান্তেপে। আর দ্বিতীয় দুর্ঘটনা ঘটে এর কয়েক ঘণ্টা পর সেখান থেকে ২৫০ কিলোমিটার দূরের শহর মারদিনে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ গাজিয়ান্তেপ থেকে আঞ্চলিক গভর্নর দাভুত গুল বলেন, পূর্বের দুর্ঘটনাস্থলে একটি বাস বিধ্বস্ত হলে জরুরি কর্মী ও সাংবাদিকসহ ১৬ জন মারা যান। আরও ২০ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। গাজিয়ানটেপের পূর্বের সড়কে দুর্ঘটনার ঘটনাস্থল থেকে গুল বলেন, বেলা ১১টা নাগাদ একটি যাত্রীবাহী বাস এখানে বিধ্বস্ত হয়। যখন ফায়ার ব্রিগেড, মেডিকেল টিম ও অন্যান্য সহকর্মীর দুর্ঘটনার উদ্ধার তৎপরতা চালাচ্ছিল ঠিক তখন আরেকটি বাস ২০০ মিটার পেছনে বিধ্বস্ত হয়। দ্বিতীয় বাসটি এ স্থানে পিছলে যায় এবং প্রথম দমকলকর্মী এবং আহত ব্যক্তিদের আঘাত করে। আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ