বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কোভিড-১৯ প্রতিরোধ: ঝুঁকি নিরূপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ কর্মসূচি উপলক্ষে স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহের সাথে টাউন হল মিটিং সম্পন্ন হয়েছে।
ইউনিসেফের সহযোগিতায় ও দি হাঙ্গার প্রজেক্টের বাস্তবায়নে রবিবার (২১ আগস্ট) বিকাল সাড়ে ৩ টার দিকে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
টাউন হল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মতিউর রহমান।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন্নাহার মুন্নির সভাপতিত্বে অনুষ্ঠিত টাউন হল মিটিংয়ে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব কুমার দাস,
সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, লোকবেতার ৯৯.২ এর স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, সিবিডিপি'র নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মনোয়ারা বেগম প্রভা, ডা. মোঃ রফিকুল ইসলাম, ডা. শেখ আসেফ ইবনে ইদ্রিস, সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিগণ, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।
দি হাঙ্গার প্রজেক্ট এর বরগুনা জেলা কো-অর্ডিনেটর সজিব হোসেন'র সঞ্চালনায় দি হাঙ্গার প্রজেক্ট এর চলমান কর্মসূচি কোভিড-১৯ প্রতিরোধ ঝুঁকি নিরূপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ প্রকল্প সম্পর্কে আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্ট এর বরিশাল আঞ্চলিক সমন্বয়ক মেহের আফরোজ মিতা ও বরিশাল অঞ্চলের এরিয়া কো অর্ডিনেটর (ফোকাল পয়েন্ট) মাহাদী তানভীর।
আলোচনা শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিভিন্ন ধরনের পরামর্শমূলক বক্তব্য লিখিত আকারে পেশ করেন। যা দি হাঙ্গার প্রজেক্টের কর্ম ক্ষেত্রে সহযোগিতা করবে বলে মনে করেন সংস্থাটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।