Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আফ্রিদির চোট, ভারতের টপ অর্ডারদের ঘুম ভালো হচ্ছে’!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২২, ৪:৫৬ পিএম

আগামী রোববার এশিয়া কাপের জমজমাট লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। মাঠের লড়াইয়ের আগেই শুরু হয়েছে কথার লড়াই। শুরুটা করলেন পাকিস্তানের এক কিংবদন্তি পেসার। সাবেক তারকা পেসার ওয়াকার ইউনিসের টিপ্পনি, চোটের কারণে শাহিন শাহ আফ্রিদির ছিটকে যাওয়া ভারতের টপ অর্ডারের জন্য খুশির খবর।

ওয়াকারের ইঙ্গিতটা বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা নয়। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সবশেষ লড়াইয়ে পার্থক্য গড়ে দিয়েছিলেন আফ্রিদিই। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে দুবাইয়ে গতি, সুইং আর আগ্রাসনে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ নাড়িয়ে দিয়েছিলেন তরুণ এই ফাস্ট বোলার। সেই ম্যাচে ভারত হেরেছিল ১০ উইকেটে।

এবার এশিয়া কাপে দুই দলের লড়াইও সেই একই মাঠে। আরেকটি দারুণ লড়াইয়ের মঞ্চ প্রস্তুত। কিন্তু চোটের কারণে এই টুর্নামেন্টে খেলতে পারছেন না আফ্রিদি। আফ্রিদির ছিটকে পড়ার খবর নিশ্চিত হওয়ার পর ওয়াকার ইউনিসের টুইট, “শাহিনের (আফ্রিদি) ইনজুরি ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানদের জন্য বড় স্বস্তি। দুঃখের ব্যাপার যে আমরা তাকে এবার এশিয়া কাপে দেখতে পাব না। দ্রুত ফিট হয়ে ওঠো, চ্যাম্প!”

এশিয়া কাপের গ্রুপ পর্বে আগামী রোববার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। গ্রুপিং এমনভাবে করা হয়েছে যে, গ্রুপ পর্বে অভাবনীয় কিছু না হলে ‘সুপার ফোর’ পর্বে আবার দেখা হবে এই দুই দলের। এরপর তারা ফাইনালে উঠতে পারলে তো আরেকটি লড়াই হবে!

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ