মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সময়টা ভাল যাচ্ছে না। ইউক্রেন যুদ্ধ, বিদ্যুতের ঘাটতি নিয়ে দেশবাসীর ক্ষোভের কারণ হয়েছেন। তার মধ্যেই চার শতাধিক কোটি টাকা কর কারচুপিকাণ্ডে তার নাম জড়িয়েছে।
গত শুক্রবার চ্যান্সেলরকে সংসদীয় কমিটির প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এই নিয়ে তিনি দ্বিতীয় দফা কমিটির মুখোমুখি হলেন। চার কোটি আশি লাখ ডলার কর দেয়নি জার্মানির হামবুর্গের একটি ব্যাঙ্ক। বাংলাদেশি মুদ্রায় ৪৫৬ কোটি ৭৭ লাখ টাকা। ২০১৬ সালে সেই কর মওকুফ করে দেয় স্থানীয় অর্থ দফতর।
এর পেছনে কোনও রাজনীতিকের হাত রয়েছে কি না, খতিয়ে দেখছে হামবুর্গের সংসদীয় কমিটি। ২০১১ থেকে ২০১৮ সালে ওই হামবুর্গের মেয়র ছিলেন স্কোলজ। তার পর জার্মানির অর্থমন্ত্রী হন। অ্যাঞ্জেলা মেরকেল সরে যাওয়ার পর তিনি হন চ্যান্সেলর।
ইউক্রেন যুদ্ধ নিয়ে জোরালো প্রতিবাদ করেননি বলে দেশবাসীর ক্ষোভের মুখে পড়েন। বিদ্যুৎ সঙ্কট নিয়ে আশ্বাস দিতে না পারায় তার জনপ্রিয়তা অনেকেটাই কমেছে। এর মধ্যে দুর্নীতিতে নাম জড়াল স্কোলজের। সূত্র : ইউরো নিউজ, ডিডব্লিইউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।