Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নিলামে উঠছে বিলাসবহুল সেই রুশ প্রমোদতরী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২২, ৯:৫০ পিএম

নিলামে উঠছে জিব্রাল্টার প্রণালিতে যুক্তরাজ্যের পানিসীমা থেকে জব্দ করা বিলাসবহুল রুশ প্রমোদতরী অ্যাক্সিওমা। গত মার্চে সাড়ে ৭ কোটি ডলার মূল্যের সুপারইয়টটি জব্দ করে জিব্রাল্টার প্রণালি কর্তৃপক্ষ। এটির মালিক যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ ধনকুবের দিমিত্রিভিচ পাম্পিয়ানস্কি। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, প্রমোদতরীটির মালিক ৫৮ বছরের দিমিত্রিভিচ পাম্পিয়ানস্কির বিরুদ্ধে দুই কোটি ডলারের ঋণ পরিশোধ না করার অভিযোগ করেছিল মার্কিন ব্যাংক জেপি মর্গান। ওই অভিযোগের পরই গত মার্চে তার প্রমোদতরীটি জব্দ করা হয়। এটি রেড স্কয়ার নামেও পরিচিত ছিল।

আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এটি নিলামে তোলা হবে। দানবীয় আকৃতির নৌযানটিতে ছয়টি কেবিনে ১২ জন ঘুমাতে পারেন। এটিতে একটি সুইমিং পুল, জ্যাকুজি, স্পা, থ্রিডি সিনেমা, জেট স্কি এবং স্কুবা ডাইভিংয়ের সরঞ্জামাদি রয়েছে। এছাড়া ২০ জন ক্রুর জন্য জায়গা রয়েছে।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাশিয়ার প্রভাবশালী ব্যক্তিরা পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়েন। ওই নিষেধাজ্ঞার পর এটিই ছিল প্রথম কোনও জব্দকৃত রুশ প্রমোদতরী।

ধারণা করা হচ্ছে, নিলামের পর অ্যাক্সিওমা বিক্রি থেকে প্রাপ্ত অর্থ জেপি মরগানের কাছে যাবে।

রাশিয়ার স্টিল পাইপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওএও টিএমকের স্বত্বাধিকারী দিমিত্রিভিচ পাম্পিয়ানস্কি। এই প্রতিষ্ঠানটি রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রমের মূল সরবরাহকারীদের একটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ