রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার আলীর ডাকা সভায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা হামলা চালিয়ে সভা প- করে দিয়েছে। গত সোমবার সন্ধ্যায় রিফায়েতপুর ইউনিয়ন পরিষদ চত্বরে হামলা চালিয়ে সভা প- করা হয়। হামলাকারী আ.লীগ নেতাকর্মী ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বেলা ১১টায় ঝাউদিয়া হাইস্কুল মাঠে রিফায়েতপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুর রশিদ মেম্বার ইউনিয়ন পরিষদ নির্বচানে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের জন্য বর্ধিত সভা আহ্বান করেন। সভায় ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে দৌলতপুরের প্রবীণ আ.লীগ নেতা ও রিফায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ বাবলুকে সমর্থন দিয়ে উপস্থিত সকলে রেজুলেশনে স্বাক্ষর করেন। সভায় রিফায়েতপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী অনুপস্থিত থেকে তিনি স্বেচ্ছাচারীভাবে একক ক্ষমতাবলে অর্থের বিনিময়ে কোন এক প্রার্থীর পক্ষ অবলম্বন করে সন্ধ্যায় রিফায়েতপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সভা আহ্বান করেন। সভায় সেকেন্দার আলীর কতিপয় সমর্থক উপস্থিত হলে স্থানীয় আ.লীগ নেতা পান্না ও রানা বিশ্বাসের নেতৃত্বে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সভায় হামলা চালায়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে সভা প- করে দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থতি নিয়ন্ত্রণ করে। রিফায়েতপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুর রশিদ মেম্বর জানান, সোমবার সকালে ঝাউদিয়া হাইস্কুল মাঠে বর্ধিত সভা আহ্বান করা হলে রিফায়েতপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে সকলের সিদ্ধান্তক্রমে আব্দুর রশীদ বাবলু চেয়ারম্যানকে সমর্থন দিয়ে আ.লীগ দলীয় ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়। কিন্তু সেকেন্দার আলী ক্ষমতার অপব্যবহার করে এবং কারও সাথে পরামর্শ না করে সভা আহ্বান করে। পরে কে বা কারা হামলা করে সভা প- করে দিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।