Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধারণার চেয়েও বেশি ধার যুক্তরাজ্যের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

যুক্তরাজ্য গত জুলাই মাসে ধারণার চেয়েও বেশি ধার করেছে বলে দেশটির সরকারি হিসাবে দেখা গেছে। জ্বালানির আকাশচুম্বী মূল্যের কারণে ক্ষতিগ্রস্ত ভোক্তাদের আরও সহায়তা দেওয়া যে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রীর পক্ষে বেশ কষ্টসাধ্য হবে, জুলাইয়ের বাড়তি ধারই তা দেখাচ্ছে বলে জানিয়েছে বিবিসি। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তর (ওএনএস) শুক্রবার জানিয়েছে, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক বাদেই সরকারি খাতের ধার দাঁড়িয়েছে ৪৯৪ কোটি ৪০ লাখ পাউন্ডে (৫৮৯ কোটি ডলার)। কোভিড-১৯ মহামারীর কারণে যুক্তরাজ্য সরকারের ধার নেওয়ার ক্ষেত্রে ঐতিহাসিক উল্লম্ফন দেখা গেছে। অর্থনীতিবিদদের মধ্যে করা বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে জুলাইয়ে যুক্তরাজ্যের ধার ২৮০ কোটি পাউন্ড হতে পারে বলে ধারণা দেওয়া হয়েছিল। দেশটিতে সাধারণত জুলাইয়ে জনগণের দেওয়া কর কোষাগারে জমা হতে শুরু করে। চলতি এপ্রিল থেকে শুরু হওয়া ২০২২-২৩ অর্থবছরে ব্রিটেন ধার করেছে সাড় ৫ হাজার কোটি ডলার, যা আগের বছর একই সময়ের তুলনায় এক হাজার ২১০ কোটি পাউন্ড কম হলেও ২০১৯ এর এপ্রিল-জুনের তুলনায় তিন হাজার ২৬০ কোটি পাউন্ড বেশি। এই ধার মার্চে বাজেট রেসপনসিবিলিটি ওয়াচডগের দপ্তর (ওবিআর) যে ধারণা দিয়েছিল, তার চেয়েও ৩০০ কোটি পাউন্ড বেশি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ