মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের বাঁকুড়ায়। নিজের স্ত্রীর সাথে তার প্রেমিকের বিয়ে দিলেন স্বামী। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাঁকুড়ার বড়জোড়া থানার শালগাড়ায এলাকায় এই ঘটনা ঘটেছে। আর এই ঘটনা ঘিরে ইতোমধ্যে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বড়জোড়ার শালগাড়ার ওই যুবক স্ত্রীর কপালে পরানো সিঁদুরও মুছে দিয়েছেন। পরে স্ত্রীকে সঁপে দেন তার প্রেমিকের হাতে। গ্রামের একটি মন্দিরে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। গ্রামের বাসিন্দাদের অনেকেই বলছেন, এমন দৃশ্য শুধু সিনেমাতে দেখা গেলেও এবার তা বাস্তবেও ঘটল। স্থানীয় বাসিন্দারা সেই স্বামীর প্রশংসাও করছেন। এবিপি আনন্দ বলছে, শালগাড়া গ্রামের বাসিন্দা রাখী বাগদির বিয়ে হয় আউসগ্রামের অভিরামপুরের প্রদীপ বাগদির সাথে। ২০১৭ সালে তাদের বিয়ে হয়। তাদের ঘরে সন্তানও আছে। বর্তমানে সেই সন্তানের বয়স তিন। বিয়ের পর মেয়েটি শালগাড়া গ্রামেরই আরেক বাসিন্দার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। মেয়েটির প্রেমিকের নাম সুরেশ বাউরি। তার সাথে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। সেই কথা বেশিদিন চাপা থাকেনি। স্ত্রীর নতুন এই সম্পর্কের কথা জানতে পারেন স্বামীও। বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানার পরই এক অভিনব ভাবনা ভাবেন তিনি। তিনি মনে করেন, স্ত্রী যাকে ভালবাসেন তার কাছেই থাকা দরকার। এরপর বৃহস্পতিবার নিজের স্ত্রীর সাথে সেই প্রেমিকের বিয়ে দেন তিনি। বিয়ের সব আয়োজনও করেন তিনি। স্ত্রীর বিয়ে দিয়ে নিজ বাড়ি আউসগ্রামে ফিরে যান ওই তরুণ। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।