Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ের রাতেই স্ত্রী হত্যা, ২১ বছর কারাদণ্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

বিয়ের রাতেই স্ত্রীকে খুন করেন থমাস নাট। এরপর সেই লাশ কেটে একটি সুটকেসে ভরে লুকানোর চেষ্টা করেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। অবশেষে বিয়ের কয়েক দিনের মাথায় উদ্ধার করা হয় ডন ওয়াকারের খণ্ড বিখণ্ড লাশ। এই অপরাধের জন্য থমাস নাটকে ২১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। খবরে জানানো হয়, গত বছরের ২৭শে অক্টোবর থমাসকে (৪৬) বিয়ে করেছিলেন ওয়াকার (৫২)। বিয়ের ৪ দিনের মাথায়ই ওয়াকারের লাশ পাওয়া যায়। এ মাসের প্রথম দিকে থমাসের বিরুদ্ধে থাকা ওয়াকারকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়। এর ভিত্তিতে ব্রিটেনের ব্রাডফোর্ড ক্রাউন কোর্ট শুক্রবার তাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছে। রায়ে বিচারক জনাথন রোজ বলেন, ওয়াকারকে হত্যার পর থমাস তার লাশ একটি সুটকেসে ভরে ফেলে। এরপর সেটিকে পশ্চিম ইয়র্কশায়ারের তাদের বাড়ির পেছনের জঙ্গলে পুতে ফেলে সে। সুটকেসে ঢুকানোর জন্য ওয়াকারের হাড় ভেঙে টুকরো টুকরো করে থমাস। হত্যার পর ওয়াকারকে নিয়ে মিথ্যা গল্পও সাজিয়েছিলেন থমাস। তিনি তার পরিবারকে জানান, ওয়াকার পাগল হয়ে গেছে এবং অন্য কোথাও চলে গেছে। সেটি প্রমাণে ওয়াকারের মোবাইল থেকে তার পরিবারের কাছে মিথায় মেসেজও পাঠান থমাস। স্কাই নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ