Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় সিপিবির মিছিল হলো চা শ্রমিকদের সমর্থনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২২, ৮:৫৭ পিএম

চা শ্রমিকদের আন্দোলনের সমর্থনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকায় সংহতি সমাবেশ ও মিছিল করেছে। শনিবার (২০ আগস্ট) বিকেল ৫টায় পুরানা পল্টন মোড় থেকে শুরু হয়ে প্রেসক্লাব মোড় ঘুরে তোপখানা রোড দিয়ে আবার দলটির কার্যালয়ে এসে মিছিল শেষ হয়।

এ সময় সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, একজন শ্রমিক দিনে মাত্র ১২০ টাকা মজুরি পায়, এখন এটা বাড়িয়ে ১৪৫ টাকা করার কথা বলা হচ্ছে। এটা কি মানবিক? চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও মানুষের মর্যাদা নিশ্চিত করতে হবে। মালিকপক্ষ দৈনিক মজুরির সঙ্গে যে তালিকা প্রকাশ করেছে তা হাস্যকর দাবি করে প্রিন্স বলেন, বাগানের শ্রমিকদের ছুটি বৈষম্য দূর করা, রেশনের মান ও পরিমাণ বাড়াতে হবে।

প্রতিটি বাগানে মানসম্মত চিকিৎসা কেন্দ্র, পর্যাপ্ত খাবার পানি ও শৌচাগার স্থাপনেরও দাবি জানান প্রিন্স। তিনি বলেন, চা শ্রমিকের সন্তানদের ভবিষ্যৎ জীবন নিশ্চিত করতে প্রত্যেক বাগানে প্রাথমিক স্কুল ও প্রত্যেক ভ্যালিতে উচ্চ বিদ্যালয় স্থাপন করতে হবে। শ্রমিকের শিক্ষিত সব সন্তানদের চাকরির নিশ্চয়তা এবং সব জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক বিকাশ ঘটনোর জন্য পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করারও দাবি জানাচ্ছি। সিপিবির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এ.এন. রাশেদার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ আল কাফি রতন, মন্টু ঘোষ ও কাজী রুহুল আমিন, জলি তালুকদার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ