Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মৃত চিকিৎসক রোগী দেখছেন রাবেয়া হাসপাতালে!

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২২, ৬:১১ পিএম

পাঁচ বছর আগে মারা যাওয়া এক চিকিৎসক ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার রাবেয়া হাসপাতালে রোগী দেখছেন! শুনতে আবাক লাগলেও র‌্যাবের অভিযোনে সেই মৃত (!) চিকিৎসক আবার পালিয়েও গেছে। মৃত চিকিৎসকের নাম, পদ, পদবী ও সার্টিফিকেট ব্যবহার করে ডিএম আকরাম হোসেন নামে এক ভুয়া ডাক্তার রোগী দেখতেন। নামের সঙ্গে কিছুটা মিল থাকায় রোগী ও প্রশাসন বিষয়টি বুঝতে পারকেন না।

শুক্রবার গোপন সুত্রে খবর পেয়ে ঝিনাইদহ স্বাস্থ বিভাগ ও র‌্যাবের একটি দল রাবেয়া হাসপাতালে অভিযান চালায়। র‌্যাবের আগমনের খবর পেয়ে ভুয়া চিকিৎসক ডিএম আকরাম হোসেন পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ শুভ্রা রানি দেবনাথ শনিবার বিকালে জানান, ডিএম আকরাম হোসেন দীর্ঘদিন যাবত আকরাম হোসেন দিনার নামের একজন মৃত ডাক্তারের সার্টিফিকেট নিজের দাবি করে রাবেয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে আসছিলেন। খবর পেয়ে শুক্রবার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়, কিন্তু তাকে আটক করা সম্ভব হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাবেয়া হাসপাতালে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ